আমাদের কথা খুঁজে নিন

   

একই দেশের মধ্যে র্র্ধমীয় মুল্যবোধ ভিন্ন ভিন্ন হলেও বেশীর ভাগ ধার্মিক

একই দেশের মধ্যে ধর্র্মীয় মুল্যবোধ ভিন্ন ভিন্ন হলেও বেশীরভাগ ধার্মিক। গণজাগরণের প্রজন্ম বা বেশীর ভাগ মানুষ আমরা অধার্মিক নই। বাংলাদেশে বেশ্যালয়,বেশ্যাবুত্তি,নাইট ক্লাব ,পবিত্র ঈদ উপলখ্খে ঝিকঝাক ধুমধাম গানের সিডি,ঝুমুর ঝুমুর কোমর দুলানো নাচের সিনেমা মুক্তি পবিত্র কোরআনের অবমাননা নয় ! ৭১এর রাজাকারেরা চিহ্নিত, কারন তারা পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলো। নব্য রাজাকারদেরও চিহ্নিত করতে হবে। যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে।

কারাএরা! ১নং-যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যেমন-হলমার্ক ২নং- যারা হাজার হাজার কোটি টাকা লোন খেলাপী ৩নং-দুর্নীতিগ্রস্থ মন্ত্রী,এমপি,সরকারী কর্মকর্তা,রাজনীতিক,এনজিও কর্তাব্যাক্তি ৪নং ভেজাল,প্রতারনা,রাজস্ব ফাকি দিয়ে যারা ব্যবসা করছে ৫নং- অপহরণ,খুন,গুম,ধর্ষণকারী ৬নং-যারা দেশী মুদ্রা ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশে পাচার করছে যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে । এরা নব্য রাজাকার,এরা যে ধর্মেরই হোক,যে দলেরই হোক এদেরও বিচার করতে হবে। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সকল দলই দেশের উন্নয়ন চায়,কল্যাান চায়। আমরা যদি সত্যিই দেশের উন্নয়ন,জনগণের কল্যান চাই তাহলে আমাদের ভুলে যেতে হবে বৃটিশ আমেরিকার তথাকথিত গনতন্ত্র।

নিজেরা সৃষ্টি করতে হবে নতুন গনতন্ত্র। আমাদের দেশে যত রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন আছে সকল রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন নিয়ে একটি মাত্র দল গঠন করতে হবে যে দলের সাধরন সদস্য দেশের সকল নাগরিক আর নির্বাহী সদস্য ৩৫০জন (সংসদের আসন অনুযায়ী)। সাধরন সদস্য দেশের সকল নাগরিক ৩৫০জন নির্বাহী সদস্য নির্বাচন করবে যারা একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেনা। নির্বাহী সদস্য ৩৫০জন পর্যায়ক্রমে প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী, মন্ত্রী,প্রতিমন্ত্রী হবে। দলের সাধরন সদস্য দেশের সকল নাগরিকের ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করবে নির্বাহী সদস্য ৩৫০জন।

দলের সাধারন সদস্য,নির্বাহী সদস্য,রাষ্ট্রীয় সকল কর্মকর্তা অর্থাৎ সকল জনগনের সম্পদের স্বচ্ছতা জবাবদিহিতা আয়নার মতো স্বচ্ছ করতে হবে। যার যার ধর্ম নিজেরা পালন করবে। রাজনৈতিক দলগুলিই এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে নিজেদের,ধনীদের ধন সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে কাজ করছে। আমরা গরীব,নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন আর চলে না। আমাদের বস্তির অস্বাস্থ্য—কর জীবন,ফুটপাতের অস্বাস্থ্য—কর জীবন আরো ও কত যুগ পার করতে হবে ! গভীর খোভ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আরজি করছি কোন উপায়ে মাত্র ২টি ভোটের বাক্স বানানো যায় কি ! সমস্ত ধনীদের জন্য একটি বাক্স এবং সমস্ত গরীবদের জন্য একটি বাক্স।

যত ধনী সম্পদশালী ব্যাক্তি তারা ভোট দেবে ধনীদের বাক্সে। যত গরীব দুখী আছে তারা ভোট দেবে গরীবদের বাক্সে। যে বাক্সে বেশী ভোট পড়বে তারা আমাদের দেশে যত রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন আছে সকল রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন নিয়ে একটি মাত্র দল গঠন ও দেশ চালাবে। আসুন সকলে একমত হই সকলে মিলে বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করি। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।