আমাদের কথা খুঁজে নিন

   

১২ জন খুনের দায় কার?

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস শুক্রবার থেকে রবিবার, এই তিনদিনে মোট ১২জন মানুষ নিহত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ও জামাতের রাজনীতি নিষিদ্ধর দাবিতে চলমান আন্দোলনের সহিংসতায়। এই ১২জন মানুষের প্রান কেন গেল, কে জবাব দিবে? সরকার, জামাত না শাহবাগের নতুন প্রজন্ম? কিন্তু এই ১২জন মানুষকে আপনি কি মনে করেনঃ শহীদ, নব্য রাজাকার, নাকি ভাড়াটে রাজনৈতিক লোকজন? আমরা সাধারণ মানুষেরা মনে করি এরা আমাদেরই বাবা/ভাই/স্বামি...... আমরা সাধারণ মানুষেরা কতটা অসহায়! আমাদের জীবনের মূল্য কত কম! তারপরও আমরা অন্ধ হয়ে থাকি। কোন একটা পক্ষকে অন্ধের মত সাপোর্ট করি।

এই সুযোগে তারা আমাদের ইছছা, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্নকে বারে বারে ধর্ষণ করে......... খুন করে............ আজ দেশটাকে বিভক্ত করা হচ্ছে মু্ক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ হিসেবে, আ্স্তিক-নাস্তিক প্রশ্নে...... কিন্ত কাদের স্বার্থে? ১৯৯০এ নুর হোসেন, ডঃ মিলনদের রক্তে গনতন্ত্র এলো, সেই তথাকথিত গনতন্ত্রে খুনি এরশাদের সাথে গলা মিলাতে দ্বিধা করেনি আমাদের রাজনীতিবিদেরা। তেমনি জামাতের সাথে আতাত প্রধান দুই রাজনৈতিক দলই করেছে। আর জামাতের কথা কি আর বলব? ধর্ম ব্যবসা ছাড়া তারা আর কি বুঝে? "লালন সাইজি বিনয় করে সিরাজ সাইয়ের পায়, স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায়?" এটি একটি ফোক সঙয়ের লাইন। এই লাইনের দশা আজ আমাদের। কিন্তু এর জন্য দায়ী কি আমরা নই? আমরা কি নিজেরা এদের থেকে মুক্তি চেয়েছি......মনে মনে চাইলেও কভু কি মুখ ফুটে বলেছি? না বলিনি।

কারন আমাদের জীবনের কোন মূল্য নেই এই দেশে। আগামীকাল যে আমি পরবর্তী নিহিতজন হব না এর গ্যারান্টি কে দেবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।