আমাদের কথা খুঁজে নিন

   

১ টাকার কয়েন নিয়া কি হইল ??? আমার কাছে ৬৫ টা আছে। ভাড়া দিতে মাঝে মাঝে ভাংতি লাগে। তাই জমাইছিলাম।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র ....
আমার কয়েন গুলা আমার বাসার সবাই নিত আবার আমি ভাংতি পয়সা জমাইতাম। আর আজ শুনি যে ১ টাকার সোনালী কয়েন দিয়ে নাকি অনেক বেশি টাকা পাওযা যায়। তাই আমি এগুলো বিক্রি করতে চাই। কারো লাগলে জানান দিয়েন । টাকার অভাবে আছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।