আমাদের কথা খুঁজে নিন

   

সাহসী মর্জিনার গলায় মেডেল...



জীবনে কখনই মঞ্চে ওঠেননি মর্জিনা খাতুন। গতকাল ১৯ নভেম্বর যখন তিনি মঞ্চে উঠলেন তখন তিনি লজ্জায় জরোসরো। ঠিক মত তাকাতেও পারছেন না। অথচ তার দিকে তাকিয়ে আছে হাজার হাজার দর্শক। সাধারণ গৃহবধু, তাও আবার অজপাড়াগায়ের! সেই গৃহবধু কেনই বা মঞ্চে এলেন প্রশ্ন অনেকের মধ্যে।

মঞ্চে তারপাশে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন ও জামাল উদ্দিন নূরজাহান বেগম ফাউন্ডেশনের সভাপতি মোহলেহ উদ্দিন দুলাল ও সাধারণ সম্পাদক শামছুল কাদের কামাল। তাদের মঞ্চে পেয়ে হয়তো মর্জিনা খাতুন আর নিজেকে একা ভাবলেন না। কিন্তু তিনি যে কাজের স্বীকৃতির জন্য আজ মঞ্চে সেটা কিন্তু তিনি একাই করেছেন। সন্ধ্যা পরবর্তী রাতে যখন তার গলায় একটা সন্মান সূচক ও তার কাজের স্বীকৃতি স্বরুপ মেডেল পরিয়ে দেয়া হলো তখন করতালিতে মুখরিত হয়ে গেল চারদিক। চাঁদের আলোর মতোই চক চক করে উঠলো মর্জিনা খাতুনের চোখের পানি।

ছয় সন্তানের এ জননীর এ সময় অশ্র“ থাকবে এটাই স্বাভাবিক। কারণ অভাবের সংসারে কোন স্বীকৃতি দূরের কথা কখনো উৎসাহই মেলেনি হয়তো। বিদ্যুৎ, ডিস, গ্যাসসহ আধুনিক সব সুযোগ সুবিধা বিহীন অজপাড়া গা নয়া-উলাপাড়ার এ গৃহবধু তাইতো নিজের অনুভূতিটাও প্রকাশ করতে পারলেন না। শিক্ষা আলোহীন এ মহিলা ইভ টিজিং এ জীবন্ত প্রতিবাদকারী। তাইতো চোখের পানির সঙ্গে তার অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গেল লাল তীর ঈদ উৎসবের মঞ্চ।

সময়ের আলোচিত বিষয় ইভ-টিজিং। আর ইভটিজিং এর পর এক স্কুল ছাত্রীকে গাছের সাথে বেঁধে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এক বখাটে। এসময় ঘটনা দেখে পার্শ্ববর্তি বাড়ী থেকে বটি হাতে বেড়িয়ে আসেন মর্জিনা বেগম। ধাওয়া করেন ওই বখাটে যুবককে। গত ২৫ অক্টোবর ঘটনাটি ঘটে বগুড়ার ধুনট উপজেলার নয়া উল্লাপাড়া গ্রামে।

গৃহবধূ মর্জিনা খাতুন এই সাহসিকতায় এলাকায় ইভটিজিং এর ঘটনা কমে এসেছে। স্থানীয় জামাল উদ্দিন-নূরজাহান বেগম ফাউন্ডেশন ইভটিজিং প্রতিবাদ করার এই বিড়ল দৃষ্টান্ত স্থাপনের জন্য মর্জিনা খাতুন এই পুরস্কৃত করা হয়। এর আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সোস্যাল ডেভলপমেন্ট এ্যাসোসিয়েশন (এসডিএ) ইভটিজিং বিরোধী একটি নাটক পরিবেশন করে। নাটকটিতে অংশ নেন, সংস্থার অভিনয় শিল্পী নিলয় কুমার সরকার, রাফিউর রহমান রুশো, এলিন হাসান, মুরাদুজ্জামান সাগর, পলাশ কুমার, জাহিদুল ইসলাম সনি, মোস্তফা জোবায়ের খাঁন, বাবুল ইসলাম, সাকিব জামান সবুজ, বিপ্লব, মিঠু, শিপন প্রমুখ। লাল তীর সীড লিমিটেড এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ঈদ উৎসবে প্রায় হাজার হাজার কৃষান-কৃষানী অংশ গ্রহন করে।

এর আগে জামাল উদ্দিন নূরজাহান বেগম ফাউন্ডেশন শ্রেষ্ঠ কৃষি ও শিক্ষা পদক প্রদান করে। সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বিশেষ অতিথি দৈনিক করতোয়া’র সম্পাদক লায়ন মোজাম্মেল হক, লাল তীর সীড লিঃ এর আর.এম. আব্দুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন দুলাল, সম্পাদক শামছুল কাদের কামাল ও পরিচালক য়পূর্ণ রুবেল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Click This Link |View this link]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।