আমাদের কথা খুঁজে নিন

   

নবম শ্রেনীর ছাত্রের তৈরী করা ফটোশপের ফাটাফাটি ২০টি বাংলা টিউটোরিয়াল

..

বেশ কিছু দিন ধরে বিভিন্ন ওয়েবে বেশ ভাল ভাল লেখা জমা হয়ে আছে। সাধারনত নতুন ব্লগগুলোতে সবার যাওয়ার সময় না হওয়ার কারনে হয়তো দেখতে পাওয়া যায় না। আজ বেশ কিছু বাংলা ফটোশপের টিউটোরিয়ালের সাথে পরিচিত হবো। শিবলি নামের একজন নবম শ্রেনীর ছাত্র কত সুন্দর সুন্দর ফটোশপের টিউটোরিয়াল লিখতে পারে তা না দেখলে বোঝার উপায় নেই। তাহলে দেখা যাক - ফটোশপে 3D কলম তৈরি ফটোশপে 3D পেনসিল তৈরি ফটোশপে LCD মনিটর তৈরি ফটোশপে ফোল্ডার আইকন তৈরি ফটোশপে আউটলাইনের ব্যবহারঃ ছবি রিটাচিং ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট ফটোশপে বেগুন তৈরি ফটোশপে কলা তৈরি ফটোশপে কমলা তৈরি ফটোশপে সার্চ আইকোন তৈরি এছাড়াও আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে- এখানে ফটোসপে ওয়েভ ওয়ালপেপার তৈরি করি ফটোশপে পানির ছায়ার ইফেক্ট দিন: দুইটি টিউটরিয়াল ফটোসপ বেসিক: টুলবক্স পরিচিতি ফটোশপে তৈরী করি ওয়েব সাইটের বিজ্ঞাপন ব্যানার ফটোশপে গোল্ডেন টেক্সট ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (শেষ অংশ) ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (৩য় অংশ) ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ) ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (১ম অংশ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।