আমাদের কথা খুঁজে নিন

   

নিঝুম দ্বীপ ো নোয়াখালী সভ্যতা



ঘুরে এলাম নিঝুম দ্বীপ। বাংলাদেশের নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চল হাতিয়ার অন্তর্গত একটি বিচ্ছিন্ন দ্বীপ। দ্বীপটি যদিে খুব সুন্দর কিন্তু যাতায়াত অত্যন্ত দুর্গম ো ঝুঁকিপূর্ণ যা এডভ্যানচার প্রিয় টুরিষ্টদের খুব ভাল লাগবে। দেখা যাবে চিত্রা হরিণের বিচরণ। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এ অঞ্চলের মানুষের ভূল তথ্য দেয়ার প্রবণতা।

যে যার স্বার্থ সংশ্লিষ্ট তথ্য এবং উপদেশ দেয় যা অচেনা অজানা টুরিষ্টদের অত্যন্ত বিপদগ্রস্ত ো বিব্রত করে তোলে। সেবা দেয়ার পরিবর্তে লোকজন তাদের আয়কেই বড় করে দেখে। কে কি বিপদে পড়ল তা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। সবাইকে জানিয়ে দেয় যে নোয়াখালী একটা আলাদা সভ্যতা। নিঝুম দ্বীপে মোবাইলের কোন নেটোয়ার্ক নেই।

তাই ইচ্ছে করলেই যোগাযোগ করে কারো সাহায্য নেয়ার ো কোন উপায় নেই। টুরিষ্ট দেখলেই সব জিনিসের অতিরিক্ত দাম নেয় যার যেমন খুশি। এমন অবস্থা যে তখন তাদের আবদার রক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকে না। সরকারী কোন সাহায্য সহযোগিতা ো চোখে পড়ে না। আশা করি বাংলাদেশ পর্যটন করপোরেশন দ্বীপটির শুধু প্রচার প্রচারনা না করে টুরিষ্টদের নিরাপদ ভ্রমনের জন্য উদ্যগ গ্রহণ করবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।