আমাদের কথা খুঁজে নিন

   

মনিটরে কোন ডিসপ্লে নেই অতচ কম্পিউটার চালু, তাহলে সমস্যা কোথায়?

মনিটরে কোন ডিসপ্লে নেই অতচ কম্পিউটার চালু, তাহলে সমস্যা কোথায়?
আসসালামু আলাইকুম।
এটা খুব আজব ব্যাপার আমার কাছে। অনেকের কাছে নতুন কিছু না হলেও সবার কাছে নাও হতে পারে। তাই আমি সবার জন্যই আরও একটি টিপস লিখার চেষ্টা করলাম। আশাকরি নিরুৎসাহিত করবেন না।


ধরুন আপনার কম্পিউটার এর আপাতঃ দৃষ্টিতে কোন সমস্যা নেই। অতচ মনিটরে কোন ডিসপ্লে আসছে না। কি হতে পারে এই সমস্যা ? আসলে নিচের কোন সমস্যা ই নেই। তাহলে !!!!!
১। এজিপি/ভিজিএ সমস্যা   ( নাও হতে পারে )
২।

মাদারবোর্ডের সমস্যা     (নাও হতে পারে)
৩। র‌্যাম এর সমস্যা      (নাও হতে পারে)
৪। ডাটা কেবল সমস্যা (নাও হতে পারে)
৫। তাহলে কি প্রসেসর ?  (নাও হতে পারে)

এবার যে সমস্যা গুলো দেখালাম আপনার পিসির সবকিছু ঠিক আছে শুধু একটি ছাড়া। আর সেটি হচ্ছে.....
***** পাওয়ার সাপ্লাই সমস্যা।

পাওয়ার সাপ্লাই এমন একটি ডিসট্রিবিউটর সেকশন যেখানে সবগুলো ভোল্টেজ ঠিকভাবে ডিসট্রিবিউট না করলে পিসির এই সমস্যা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই হবে।
শুধুমাত্র পাওয়ার সাপ্লাই টি একবার পরিবর্তন করে দেখুন তো কাজ হয় নাকি।
আশাকরি সবার ভাল লাগবে। ধন্যবাদ সবাইকে।


সোর্স: http://www.techtunes.com.bd/     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.