আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বেলার গল্প

হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে।

পাহাড়ের কান্না ভাইয়ের ছোট বেলার গল্প পড়ে আমার অনেক স্মৃতি মনে পরে গেলো । একবার মনে মনে শপথ নিয়ে ছিলাম আমি বড় হয়ে গল্প লিখবো ।বই বের করবো আর সেটা ভাইয়া কে ধরতে দিবনা হা হা হা..... কারন....ভাইয়া একটা বই এনে আম্মুকে বলল; দেখো আমার বন্ধুর বই বেরিয়েছে ও এটা আমায় gift করেছে বলে ভাইয়া বাইরে চলে গেলো আমি বইটা পড়ার জন্য নিয়ে গেলাম । পরের দিন ভাইয়া বইটা খোজতে খোজতে আমার কাছে এলো । এই বই কইরে ,ও হে আমার কাছে দাড়াও দিচ্ছি । খোজতে খোজতে বইটা আর পেলাম না আরে বই গেলো কই ,ভাইয়া দাড়িয়ে আছে বইয়ের জন্য আমি তো আর বই খুঁজে পাইনা । স্যরি ভাইয়া বইটা পাচ্ছিনা ভাইয়া রাগে চিৎকার চেচামেচি শুরু করল আর নোটিশ দিলো আর জীবনে যেনো উনার বইয়ে হাত না দেই সেদিন মনে মনে শপথ নিয়ে ছিলাম বড় হয়ে গল্প লিখব আর বই বের হবে সেই বই ভাইয়াকে ধরতে দিবনা আর যদি ভাইয়া লুকিয়ে নিয়ে পড়ে তাইলে এমন ধমক দিব তখন বুঝবে মজা কিন্তু আজ ভাইয়া গল্প লেখেন হয়ে গেলেন অনেক বড় লেখক । ভাইয়ার অনেক বই বের হয়েছে আর আমি তা পড়েই যাচ্ছি আমার আর গল্প লিখা হলনা...... মনে মনে কত দিন যে শপথ নিয়েছি কত কী হব । বাংলাদেশে গিয়ে একবার আম্মুর সাথে রাগ করে শপথ নিয়ে ছিলাম বড় হয়ে কাজের বুয়া হবো হা হা হা.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।