আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে ‘বন্দি’ রাজধানীবাসী

বৃষ্টির কারণে শুক্রবার ঈদের দিনের আনন্দ মাটি না হলেও ঈদের পরদিন সকাল থেকে রাজধানীবাসীকে ঘরেই আটকে থাকতে হচ্ছে।        
ঈদের সরকারি ছুটি শনিবারই শেষ হচ্ছে। রোববার থেকে ফাঁকা শহরে বেড়ানোর আনন্দ আর জুটবে না। কিন্তু যারা ঈদের পরদিন আত্মীয়-বন্ধুর বাড়িতে বা বিনোদন কেন্দ্রগুলোতে বেড়ানোর পরিকল্পনা করে রেখেছিলেন, আপাতত তা ভেস্তে যাচ্ছে বৃষ্টির কারণে।     
ঈদের দিন ‍শুক্রবার রাত থেকেই কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও উৎসবে শামিল হতে খোলা আকাশের নিচে বেরিয়ে আসা নগরবাসীর জন্য তা বাধা হতে পারেনি।

ঈদের রাতে রাজধানীর কয়েকটি স্থানে যানজটের ধকলও পোহাতে হয়।
এরপর গভীর রাতে শুরু হয় বৃষ্টি। ভোরে খানিকটা বিরতি দিলেও সকাল সাড়ে ৯টার দিকে ফের শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দিনের প্রথমভাগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ থাকবে অংশত মেঘে ঢাকা। সেই সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

  
ঈদের দিনও বৃষ্টিমুখর থাকতে পারে বলে এর আগে পূবাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে  ঢাকা ও রাজশাহীতে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বর্ষা মৌসুমের এই শেষ সপ্তাহে দেশের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে।

এটা স্বাভাবিক। ”
সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
অগাস্ট মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে (গঙ্গা অববাহিকায়) স্বাভাবিক বন্যা হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে অক্টোবরে।

ওই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।