আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারে পড়ে থাকা আততীয় কোপেও মানুষ কাঁদে

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই বলো মানুষ মানুষ বলো মানুষ মানুষ ধর্ম বলো তবু মানুষ তন্ত্র বলো তাও মানুষ সৃষ্টির সেরা সেও মানুষ হয় নরাধম তাও মানুষ বলো মানুষ মানুষ বলো মানুষ মানুষ সত্য বলো মানুষ তরে মিথ্যা ছাড়ো মানব ঘোরে যাও এগিয়ে মানুষ নিয়ে থামো পথে মানুষ ভীড়ে বলো মানুষ মানুষ বলো মানুষ মানুষ পিচ্ছিল করাতের পর দাঁড়িয়ে বলো মানুষ মানুষ অগ্নীর কোলে শুয়ে বলো মানুষ মানুষ হেমলকের পেয়ালা মুখে বলো মানুষ মানুষ শেষ নিশ্বাসেও বলো মানুষ মানুষ নয় নর নয় নারী বলো মানুষ মোরা জগৎজুড়ি বিভাভরী শোনো যেদিন স্বর্গচুত্য আদম এঁকেছিল পদচিহ্ন ধুলোর বুকে তখনও সে মানুষ ছিল সহস্র বছরের পদব্রজে লুণ্ঠিত সময়ে উত্তম অধম সবাই মানুষ ছিল আজও বুলেট বিদ্ধ লুটে পড়া শরীরে মানুষ থাকে আঁধারে পড়ে থাকা আততীয় কোপেও মানুষ কাঁদে বলো বলো মানুষ মানুষ সত্য সত্য মানুষ বলো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।