আমাদের কথা খুঁজে নিন

   

ইতালীতে কিশোরগঞ্জের মেয়ের অসাধারন সাফল্য



ইতালীতে কিশোরগঞ্জের মেয়ের অসাধারন সাফল্য নতুনদেশ ডটকম ইতালীর ভিসেন্সা শহরের অতি সাধারণ পরিবারের বাংলাদেশী একটি মেয়ে মাহিয়া আবেদীন রাখী(১৭) তেরসা সুপিরিয়রে বা স্কুল সমাপনী পরীক্ষায় (সেন্ত দিয়েশী) প্রতিটি বিষয়ে একশ পেয়ে এস,এস.সি সমমানের পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে বিশেষ সম্মান লাভ করে সমগ্র ইতালীতে রের্কড সৃষ্টি করেছে। এরকম রেজাল্ট ইতিপূর্বে ইতালীয় স্কুলে কোন বাংলাদেশী প্রবাসী অর্জন করতে সক্ষম হয়নি। ইপস সিলভিও চেক্কাত ডি গ্রেটার মনতেক্কিও স্কুলের মাহিয়ার এই সাফল্যের জন্য ইতালীর রাষ্টপতি রিপাবলিক নাপলীতানো সংবর্ধনা দেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন । ইতালীর ইতিহাসে অভিবাসীদের জন্য এই রেজাল্ট একটি মাইল ফলক হয়ে থাকবে। মাহিয়া শুধু ইতালীয়ানদের কাছে নিজের সুনাম অর্জন করেনি সে বরং বাংলাদেশের ভাবমুর্তিকে ইউরোপের মাটিতে বড় করে রেখেছে।

দেশ ও জাতির জন্য বয়ে এনেছে এক অনাবিল গৌরব। মাহিয়া আট বছর আগে তার বাবা মায়ের সাথে ইতালীতে আসে প্রথমে ইতালীর আরেকটি শহর বলনিয়াতে তাকে ভর্তি করায়। ভর্তিও দুই বছর পর তারা সেই শহর থেকে ভিসেন্সা চলে আসে বর্তমান যে স্কুল থেকে মাহিয় উত্তীর্ণ হলো। জয়নুল আবেদীনের তিন সন্তানের মধ্যে মাহিয়া সবার বড় যদিও ইউরোপে লেখা পড়ার খরচ চালাতে তার কষ্ট হয়েছে তার পরও আজকের ফলাফল তার সকল দুঃখ মোচন করে দিয়েছে । তিনি তার মেয়ের সুস্বাথ্য কামনা করে সকল পিতা মাতাকে তার সন্তানদের লেখাড়া শেখাতে বলেন।

জয়নুলের সহধমীর্ণী বলেন অনেক চেষ্টার ফসল আমার মেয়ের ফলালল তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া প্রার্থী। মাহিয়া বলেন বাবা মা সব সময় আমার পড়াশোনার ব্যাপারে সচেতন ছিলেন যার ফলে আমি তাদের স্বপ্ন পূরন করতে কিছুটা সক্ষম হয়েছি বাকী স্বপ্ন পূরন হবে যেদিন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারব। ইউরোপের লেখা পড়ার খরচের ব্যয় অনেক বেশী যা আমার বাবা মায়ের পক্ষে জন্য কঠিন। তারপরও কষ্ট মনে হয়নি স্কুলের সব শিক্ষকগন আমাকে সব সময় সাহায্য সহযোগিতা করতেন। যারফলে একটি ভাল ফলাফল সবার কাছে দেখাতে পেরেছি।

আমি সবার কাছে দোয়া প্রার্থী আমার লক্ষে পৌঁছতে। মাহিয়া আবেদিন রাখী কিশোগঞ্জ জেলার বাজিতপুর থানার হালিমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জয়নুল আবেদিনের মেয়ে তার দাদা প্রাক্তান চেয়ার ম্যান সাইদুর রহমান ভূইয়া। নানা কুলিয়ারচর থানার সনাম ধন্যএডভোকেট আব্দুস সাত্তার ভূইয়া। http://notundesh.com/onnoghor.html

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.