আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ-৫৪ আমাদের পারিবারিক ঈদ পুনর্মিলনী


ঈদের পরদিন বিকেল চারটায় সময় দেয়া ছিল আমাদের পারিবারিক ঈদ পুনর্মিলনীর। উদ্দেশ্য সবাই একত্রিত হওয়া। একের সাথে অপরের পারিবারিক সম্প্রীতি জোরদার করা, বাড়ানো। ফলে, ঈদের আগের দিন থেকেই কাজ এবং কাজ। মেহমান লিস্ট, দাওয়াত দাও।

মেনু ঠিক, বাজার করো। সবচে' বেশী সময় লাগে কাটাকুটি, ধোয়া, রান্না এর পর খাওয়া। খেতে লাগে সবচে' কম সময়। পাশাপাশি সব জিনিস বের করো, ধোও। যদি কিছু কম থাকে আনাও।

খাওয়া দাওয়ার পরের ধাপে আবার সব জিনিস ধুয়ে পানি ঝরাও। মোছো। তুলে রাখো। এখন সব পানি ঝরাতে দিয়ে এসেছি। পরে তুলবো।

তোলা শেষ। ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।