আমাদের কথা খুঁজে নিন

   

গান শুনলাম



ক. আইতে তুই কান্দিলি, যাইতে কান্দাবি স্বজন, দুই কান্দনের বাঁধনে তোর জীবন ও মরণ। ও রে পোড়া মন.. ১৯.১১.২০১০ খ. যাইবার কথা আঁত্তে মনত নাই, অসময়ে আইস্সে আঁরে নাইয়ুর নিবারলাই.. সোমবার, নভেম্বর ২২, ২০১০ গ. কেশে বেশে বাস করিলে কি মানুষ হয় যদি তার রসবোধ না থাকে.. ঘ. তোমার না বলা কথা, চাঞ্চল্য অথবা নীরবতা অজ্ঞাত রহস্যে ঘেরা চিরদিন রহিবে নুতন। কথা-বলিও না কোন, রাখো বক্ষ এ বুকে আমার স্পর্শে, গন্ধে, বর্ণে মিশে দুই সত্তা হোক একাকার। লরুবা--ফ. আ. ঙ. আমার গোধুলী স্বপ্নে আছো তুমি অযুত বৎসর, নিঃসঙ্গ সন্ধ্যায় তারা জেগে আছো নিভূতে একাকী যখন রাত্রির তীরে ফিরে য়ায় নীড়ে শ্রান্ত পাখী তখন তোমাকে দেখে ঘন বন, সমুদ্র প্রান্তর সন্ধ্যাতারা---ফ. আ. চ. আজো যেন দেখি জীর্ণ বস্ত্র মেলে ব'সে আছো একা তোমার দিলের সেরা দৌলত ছিন্ন পিরানে লেখা যাদের হাতের দোররা অশনি পড়ে জালিমের ঘাড়ে যাদের লাথির ধমক পৌঁছে অত্যাচারীর হাড়ে আগুনের চেয়ে নিষ্কলঙ্ক, উদ্যত লেলিহান যাদের বুকের পাঁজরে পাঁজরে বহে দরদের বান ফ. আ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।