আমাদের কথা খুঁজে নিন

   

মেসির প্রতিদ্বন্দ্বী জাপানি তরুণী

সপ্ন দেখি সবসময় facebook.com/FaizulFaysal
ফিফার বর্ষসেরা গোলের লড়াইয়ে লিওনেল মেসি, আর্জেন রোবেন, নেইমারের মতো তারকাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃতি পেয়েছেন জাপানি তরুণী কুমি ইয়োকোহামা। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচজন প্রতিপক্ষকে কাটিয়ে চমত্কার এক দৃষ্টিনন্দন গোল করে ফিফার সেরা ১০ গোলের তালিকায় জায়গা করে নিয়েছেন এই জাপানি তরুণী। গতকাল মঙ্গলবার সেরা গোলের এই সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। এই বছরে বার্সেলোনার জার্সি গায়ে বেশ কিছু চোখ জুড়ানো গোল উপহার দিয়েছিলেন মেসি। কিন্তু ফিফা তাঁর সেরা হিসেবে নির্বাচন করেছে গত মার্চে স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে করা গোলটি।

অসাধারণ ক্ষিপ্রতায় ভ্যালেন্সিয়ার তিনজন ডিফেন্ডারকে পেছনে ফেলে জালে বল জড়িয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন জাদুকর। সেরা ১০ গোলের তালিকায় আছে জার্মান লিগে বায়ার্ন মিউনিখের হয়ে শালকে ০৪-এর বিপক্ষে হল্যান্ড তারকা আর্জেন রোবেনের করা একটি গোল এবং ব্রাজিলিয়ান লিগে রিভার প্লেটের বিপক্ষে সান্তোসের জার্সি গায়ে তিনজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে করা নেইমারের করা একটি চমত্কার গোল। এবারের বিশ্বকাপের দুটি গোল স্থান পেয়েছে সেরা ১০ গোলের তালিকায়—বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার শাবালালার করা গোলটি এবং সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে নেদারল্যান্ড অধিনায়ক জিওভান্নি ভন ব্রঙ্কহর্স্টের দূরপাল্লার শট থেকে করা গোলটি। সেরা গোলের লড়াইয়ে আরও আছেন সুইডেনের দ্বিতীয় বিভাগের খেলোয়াড় লিনুস হালেনিউস, তুরস্কের হামিত আলটিনটপ, উত্তর আয়ারল্যান্ড লিগে গ্লেনটোরানের ম্যাথিউ বুরোউ ও আর্সেনালের ফরাসি মিডফিল্ডার সামির নাসির। এর আগের বছর সেরা গোলের পুরস্কারটি জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রয়টার্স। মুল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।