আমাদের কথা খুঁজে নিন

   

ঈদঃ গ্রামে

আর অবাক হতে চাই না

ঈদ করার জন্য গ্রামে গিয়েছিলাম। প্রচন্ড কষ্টকর সেই যাত্রা। তবে বাড়ি গিয়ে যথারিতি ভালোই লেগেছে। আমাদের গ্রাম এখোনো সম্পূর্ণ গ্রামই আছে। এটা বললাম কারন এখোনো বিদুৎ নেই, পাই হলো একমাত্র যানবান (সাইকেল আছে)।

রাত ৭টা ৭.৩০ টা মানে অনেক রাত। রাত ১০ টায় তো অনেকে এক ঘুম দিয়ে ওঠে। বেশ মজা। তবে একটা জিনিস আগেও ছিলো অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, আমি এবারই ভালো ভাবে খেয়াল করলাম। ঈদে শহরের মত গ্রাম কিন্তু শান্ত হয়ে পরে না।

ঈদে গ্রামে কর্মতৎপরতা বহুগুন বেরে যায়। শহরে যেমন গা-ছারা আয়েশি ভাব আসে গ্রামে ঠিক তার উল্টা। মানুষজন শহর থেকে যায় ৩-৪-৫ দিনের ছুটি নিয়ে, কিন্তু গ্রামে গিয়ে রাজ্যের কাজ করে। ঈদ আমাদের গ্রামে থাকা স্বজনদেরই কেবল নাড়া দেয় না, আমাদের গ্রামের অর্থনৈতিক কর্মকান্ডের পালেও বেশ দোলা দিয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।