আমাদের কথা খুঁজে নিন

   

কত কিছু করলাম, কোন লাভ হলো না

আমার কথা

উইন্ডোজ এক্সপিকে জেনুইন করার জন্য অনেক কিছুই করলাম। কোন লাভ হলো না। জ্ঞানীরা হয়ত এখনই বলে বসবেন..."চুরি চামারি বাদ দেন, লিনাক্সে আসেন"। আমি ভাই উবুন্টুতে গিয়েছিলাম, আমার সিটিসেল জুম আল্ট্রাই কনেক্ট করতে পারলাম না। বার বার পিসি রিস্টার্ট দিয়ে ব্লগ দেখি ফোরাম দেখি...এই তরিকা সেই তরিকা কত তরিকা দেখি...কিন্তু পিসি রিস্টার্ট দেয়া ছাড়া আর কোন কাজেই আসে নাই।

তাহলে দেখুন আমার দেখা কিছু পোস্ট এর লিংক। উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই জেনুইন বানিয়ে ফেলুন আপনার উইন্ডোজ কে (এক্সপি) একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই। নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য ঈদের ছুটিতে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box) Microsoft Genuine Licence Keys উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন (, খবর আছে!!! আমার অজ্ঞতা এবং আগ্রহ দুইটাই অসীম।

চেষ্টা চলছে। হয়ে যাবে একদিন। তবে কে জানে মাইক্রোসফটের সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করি বলেই কি না বার বার জেনুইনে ঘাপলা হয়। আমি এখন ডেইলি দুই তিন বার উইন্ডোজ জেনুইন করি। (লিংকের বাহার দেখে কেউ আবার এই পোস্ট প্রিয়তে নেবেন না যেন।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।