আমাদের কথা খুঁজে নিন

   

বাসর রাত্রিতে বিলাই নিধন প্রসঙ্গে.....(অ-সাময়িক পোষ্ট)

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

অদ্য রাত্রি ৯ ঘটিকা নাগাদ ব্লগের সনামধন্য 'চিন্তানায়ক' ব্লগার হা...হা...হা... বাসর রাত ও বাসর রাতে বিড়াল মারা শীর্ষক একখানা স্বভাবসুলভ()জ্ঞানালোচনামূলক পোষ্ট দিয়াছেন দেখিলাম। যেহেতু বাসর রাত্রি সংক্রান্ত পোষ্ট, সেহেতু অবধারিতভাবেই কতিপয় অভিজ্ঞ-অনভিজ্ঞ-বিজ্ঞ ব্লগারের ততোধিক প্রাজ্ঞ মন্তব্য দেখিয়া যারপরনাই বিস্মিত হইলাম। ইতিপূর্বেও, সময়ে সময়ে এই ব্যাপারে জনগণের একখানা লজ্জামিশ্রিত আকূতি পরিলক্ষিত হইয়াছে, যাহা যথাসময়ে সঠিক তথ্যের অভাবে অকালে চাপা পড়িয়ে গিয়াছে। সে সামাজিক দায়বদ্ধতা হইতে এই নাদান জানাইতে চাহিতেছে যে, বাসর রাত্রিতে মার্জার(aka বিড়াল) নিধন' বলিতে মহামতি কবি-সাহিত্যিকগণ শারিরীক সম্বন্ধ স্থাপনকে বুঝাইয়াছে বলিয়া আমার জানা নাই।

তাঁহারা ইহা দ্বারা পুরুষ হিসেবে আপনি কতদূর কর্তৃত্বপরায়ন, স্বীয় নববধুর সম্মুখে তাহার চাক্ষুস প্রমান হাজিরের কথা বলিয়াছেন। এ ব্যাপারে সুসাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তাঁহার 'পঞ্চতন্ত্র' বহিতে একখানা সরস কাব্য রচনা করিয়াছেন, যাহাতে তিনি পারস্য দেশীয় দুই সহোদর ভ্রাতার একজনের বাসর রাত্রিতে মার্জার নিধনের ফলে সংসারে কর্তৃত্বস্থাপন আর অন্যজনের উক্ত মার্জার নিধনে সময়ক্ষেপন জনিত কারনে কর্তৃত্ব হারাইবার 'মর্মান্তিক' 'হিস্টোরী' বিবৃত করিয়াছেন। ছিদ্রান্বেষী বাঙালি বিনা প্রশ্নে কিছুই বিশ্বাস করিতে চাহে না। তাই, বিস্তারিত জানিতে এই ব্লগের তিনখানা পুরাতন পোষ্টের দোহাই দিলুম। ১. বিয়ের রাতে বিড়াল মারা।

(মার্জার নিধন কাব্য)- নাজিম উদ্দীন ২. বিয়ের পয়লা রাতে বিড়াল মারা বা মার্জার নিধন কাব্য:- শেরজা তপন ৩. মার্জার নিধন কাব্য: ‘বাসর রাতে বিড়াল মারা’র পেছনের কথা (প্রবচনটির উৎপত্তি কাহিনী)- পারভেজ রবিন পরিশেষে, শারিরীক সম্বন্ধ স্থাপন বিষয়ে অতিমাত্রায় আগ্রহ পরিত্যাগের পরামর্শ জানাইয়া নিষ্ক্রান্ত হইলাম। বলা বাহুল্য যে, অত্র পোষ্টের 'অতিগিয়ানী' লেখক নিজেও এখন পর্যন্ত বাসর ঘরের অভিজ্ঞতার্জনে সমর্থ হন নাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।