আমাদের কথা খুঁজে নিন

   

দি কার্পেনটারস্ (The Carpenters) : দুই ভাইবোনের ব্যান্ড


দি কার্পেনটারস্ (The Carpenters) সত্তুর দশকের একটি আমেরিকান ব্যান্ড। বিশেষত্ব হল,ব্যান্ডের সদস্য দুই ভাইবোন-কারেন কার্পেনটার (Karen Carpenter) এবং রিচার্ড কার্পেনটার (Richard Carpenter)। সত্তুরের প্রারম্ভে যখন রক (rock) গানের জয়জয়কার,তখন এই সহোদর ভাইবোন নতুন ধরণের সফট (soft) মিউজিক্যাল স্টাইল এনে রীতিমত আলোড়ন ফেলে দেন। আজ অব্দি তারা best-selling music artists of all time শক্ত অবস্থান ধরে রেখেছে। কার্পেনটারস্-কে বুঝতে হলে প্রথম যে গানটি শুনতে হবে,সেটি হল Yesterday Once More।

অনেকেই গানটি শুনে থাকবেন হয় তো। তারপরও যারা শুনেননি তাদের জন্য- YESTERDAY ONCE MORE কার্পেনটারস্ যখন তাদের মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করে তখন রিচার্ডের বয়স ১৮ আর কারেনের ১৪। তাদের মিউজিক্যাল ক্যারিয়ারও খুব বেশিদিন টেকে নি। অথচ মাত্র ১৪ বছরে তারা ১১টি এ্যালবাম রিলিজ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১৫বার গ্র্যামি(Grammy) নমিনেশন পায় ও ৩টি গ্র্যামি জয় করে। তাদের দুটি গান গ্র্যামি হল অফ ফেম-এর অন্তর্ভুক্ত।

সফট মিউজিকপ্রেমী যারা,তাদের জন্য কার্পেনটারসের যে কয়টি গান অবশ্য শ্রবণীয়,সেগুলোর ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম। Close To You Top of the world Jambalaya We've Only Just Begun A Song For You Bless The Beasts And Children Merry Christmas, Darling Goodbye To Love কার্পেনটারস্ খুব বেশিদিন গাইতে পারে নি। এর কারণ কোন দলগত কোন্দল নয়,জনপ্রিয়তা হারানো নয়। অত্যন্ত মর্মান্তিক হলেও সত্যি ব্যান্ডের লিড ভোকাল কারেন কার্পেনটার মাত্র ৩৩ বছর বয়সে খুব বিচিত্র একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রোগটির নাম অ্যানোরেক্সিয়া নারভোসা(anorexia nervosa),যেটি হলে মানুষ ওজন বেড়ে যাবার ভয়ে স্বেচ্ছায় খাদ্যগ্রহণ থেকে বিরত হয়।

ব্যস্ততার মাঝে অনেক সময় দুই একটা সফট গান শুনতে ইচ্ছে করে। সেক্ষেত্রে কার্পেনটারস্ শুনে দেখুন,আশা করি অনেক ভাল লাগবে। উইকিপিডিয়া লিঙ্ক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।