আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ-আনন্দ -দুর্ভোগ

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ হয়ে ওঠে সবার। আমরা যারা রাজধানী শহরে থাকি তাদের জন্যে ঈদে বাড়ি ফেরা যেন স্বর্গ হতে বিদায়। এ কারনেই বলছি যে স্বর্গ মানে সুখের স্থান, সেখান থেকে বিদায় নেওয়া সত্যিই এক কষ্টকর এবং হৃদয় বিদারক দৃশ্য ছাড়া কিছু নয়। তাই এখন আর ঈদ মানে বলতে পারি না আনন্দ।

এখন রাজধানী বাসির জন্য ঈদ মানে দুর্ভোগ। এ দুর্ভোগটা শুধু মাত্র তাদের জন্য যারা রাজধানীতে পরাশ্রিত। এই পরাশ্রিতের সংখ্যাটা এত বেশি যে, সয়ং ঢাকা মাঝে মাঝে খুলে যায়। আশার কথা হচ্ছে ঢাকার আদিবাসীরা প্রত্যাশা করে সারা বছর যেন ঈদ থাকে। কেন না ঈদের ঢাকা শহর যেন যানজট মুক্ত শহর।

যা মেগাসিটি হিসাবে আমাদের সকলের প্রত্যাশা। তাদের অভিশাপ এখন আমাদের হাড়ে হাড়ে উপলব্ধি করতে হয়। কি আর করা আমরা অভাগার দেশে ভাগ্যহীন ছাড়া আর কি? অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। আমরা সেই অনাশ্রিত জাতিগোষ্টির সংখ্যাগুরুরা যখন বাড়ি ফিরবো তখন পরিকল্পিত ভাবে গড়ে ওঠা অপরিকল্পিত শহর আমাদের তো একটু মুখ ভেংচি কাটতেই পারে। আমরা সব কিছু সহ্য করার ক্ষমতা অর্জন করেনি অনেক আগেই।

দারিদ্রতা আমাদের সে শক্তি দান করেছে অকৃপন ভাবে। তাই আমরা মাটির টানে ৩শত মাইল দুরে মা বাবার কাছে ঈদ করতে ছুটে যেতে পারি চলন্ত ট্রেন, বাস বা ট্রাকের ছাদে উঠে। অথবা অনায়াসে চেপে বসতে পারি মালবোঝাই কোন পিকআপের উপরে । আমাদের জীবনের মায়া আর কত হয়ত কেজি খানেক । আর তাই আমরা যখন যাত্রিক জীবনের যাতা কলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেই তখন তোমরা একটা শব্দ উচ্চারণ কর- বেচারা।

তাতে আমাদের কি এসে যায়। তবু কষ্ট হয় যখন দেখি আমাদের কষ্টার্জিত অর্থে তৈরি হয় আমাদের জন্য মৃত্যু ফাদ। এমন তো হবার কথা ছিল না। আমারা আমাদের শেষ সম্বল টুকু তুলে দিয়েছিলাম আমরা যেন একটু ভাল থাকি, আমাদের কষ্টটা যেন একটু কম হয়। অথচ তোমরা প্রতি পদে পদে আমাদের জন্য তৈরি করে রেখেছ মৃত্যু ফাদ।

তোমাদের জন্য এখন আমাদের ঈদ আর আনন্দের হয়না আমাদের ঈদ হয় দুর্ভোগের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।