আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মরাবক....বোলগার আর বন্ধু দুইটার মধ্যে তফাত খুজনের দরকার। সময়ের দাবি!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

সবার আগে ঈদ উপলক্ষে সবাইরে একখান গান! একটু ভাবনের লিগা! ও আইচ্ছা, বুঝলাম। সব আপনেরাই ঠিক। আমি ভুল! এইবার খুশী? খুশী হইলে কিছু কথা। কথা কি কমু, পাগল মানুষ তো কত কিছুই কয়! কথা হইলো! কিছু কিছু জিনিসে কুনো সমস্যা হয় না! যেমন ধন্যবাদ দিলেই মন পাওন যায় না, পুলিশ মামার ঘুষের হাসি থিকা মুক্তি পাওন যায় না, দুকান্দার জিন্সের দাম কমায় না, টেকাপয়সার আমদানীও হয় না মাগার পকেট থিকা রপ্তানী অর্ঠিনীতির সকল নিয়ম মাইনাই হইতে থাকে! আবার সরি কইলেই বাপে পকেটমানি দেয় না, বখরার রেট কমে না, সুন্দরীগো সৌন্দর্য্যে এতটুকু কমতি হয় না (কুনো সুন্দরী কুনো দিনো এইটা কয়ও না), নেটের স্পীডও বাড়ে না, জিপির কলরেটও কমে না! মামা রাসেলরে ঈদ মোবারক দিতেই বইলা বসলো কুমিল্লার পাখিরে ফুন দিছিলো নাকি।

হায়রে কুমিল্লার পাখি, বিয়া হইছে ৮ বছর আগে কোলে এখন ৬ বছরের বাচ্চা টুথপেস্টের এ্যাডভেটাইজ করে, তারে নাকি ফুন দিছে! আমি কইলাম ঈদ মোবারক দিতে ফুন দিছি ওরে, মনে পরে যখন আমরা ৩য় বর্ষে ইন্জ্ঞিনিয়ার হওনের স্বপ্ন বুকে নিয়া ছুটিতে আমিনবাজারে গরু কিনতে যাইয়া ফুন দিয়া জানাইতাম,"দুস্ত গরুর দাম এতো কেন? গোস্তের দামও তো অতো না!" ? মনে পড়ে অখনও ওরে সেমুন ভালোবাইসা ফুন দিয়া কই,"ম্যাকে চাকরীর যেই দাম, একখান সুন্দরীর লগে ডেটিং করতে গেলেও এতো দাম লাগে না!", তাও ঐ কুমিল্লার আম্মাজান ওরফে আমার অদেখা আন্টিরে কেন ফুন দেয়? ও হাসে! যাই হোউক ব্যাটারে ঈদ মোবারক! ওর জন্য একখান গান! (এমবেড করনের সিস্টেমটা ডিজাবল করা আছে, তয় গান দেখতে সরাসরি দেখতে চাইলে এইখানে! ) তারপর দিলাম শুভ্ররে ফুন। বলে অস্ট্রেলিয়ার মামার লগে নাকি ফুনে আছে। আমি কইলাম ওর মামা তো জার্মানীতে ঘোড়ার ঘাস কাটে, অস্ট্রেলিয়ায় কি করে, বলাই চাষীগো মতোন ভূট্টা চাষ করতে কাছা মারছে নাকি? মাগনা একখান ঝাড়ি দিয়া কয় মামা জান বিজনেসের লিগা ট্রিপ মারতে অস্ট্রেলিয়া গেছে। আমি কইলাম ও!এইটা ইংলেজি ট্রিপ! গুনাগাথা ১৩ মিনিট ১৪ সেকেন্ড বসাইয়া রাইত ১০টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে আমারে ব্যাক কইরা আবারও উল্টা ঝাড়ি খাইলাম নগদে,"ঐ মিয়া ঈদের টাইম হইতে তো ২ ঘন্টা বাকি! তুমার এতো তাড়াহুড়া কেন?" ওর ঝাড়ি শুইনা মনে হইলো পুরা ইউরোপের প্রধানমন্ত্রীর তালতো সমর্থক আমাগো পাশের রুমের চৈনিক জরিনা যদি আমারে সালাম দিয়া কথা কইতে পারে তাইলে এইডা কুন জায়গার শুভ্র! আমি হুগনা গলার ডায়লগ,"আব্বে, বিশাল লিস্টি দেইখা ফুন করতাছি সগ্গলে, নিজের গাটের ট্যাকা দিয়া আর মোবাইলের মাগনা চার্জ খরচাইয়া ফুন মারছি, ভালা লাগে না?" ও আমার সফটু ঝাড়ি খাইয়া মনে হইলো টাস্কি খাইলো, আমার সেই ডায়লগ,"তা তুমার ঐ তুড়ানী থক্কু জানের পালংক ইরানী আন্টির কি খবর? ঈদের দিন কি ওর পকেটে সবাইরে দাওয়াত খাওয়াইবা নাকি সবাইরে দাওয়াত দিয়া ওরে খাওয়াইবা?" তুড়ানী আন্টির কথা মুখ দিয়া নাযিল লইতে না লইতেই শুইনা ফুনটা কাইটা দিলো! ওর জন্য একখান গান ভাবলাম একখান ব্লগাররে ফুন দেই! : হ্যালো, কি করো? : ওহে রনালয়, ঈদ মোবারক! রনালয় শুইনাই মনে হইলো আমি ভুলে আমার বোইনেরে ফুন দিয়া ফেলাইছি। ইদানিং সে বোলগীংও করে।

যাই হোউক, মান ইজ্জতের উপর অনেক বড় সুনামী, আইলা ঠেক দেওনের কাহনী নিয়া কিছু কমু না, কিছুই কমু না, খালি একখান গান দিমু ওর লিগা: অখন নাকে তেল দিয়া ঈদ কর! এরপর ভাবলাম কারে ফোন দেই, যারেই ফোন দেই সবটির মোবাইল দেখি তালাবন্ধ। ভাবলাম আমার আগের শহরের আফগানীরে ফুন দেই। সমস্যা হইলো হিন্দিতে বাতচিত করতে গেলে আমার চোপা বিশ করে। কুটিকালে শুনতাম চাপাবাজী করলে চোপা ব্যাথা হয়, মাগার অখন দেখি হিন্দিতে বাতচিত করলে চোপার দাতের ব্যাথাও তাল দেয়! : হ্যালো আমার হুরপরী, অখন কুন জায়গায় উড়তাছো! : রনি, ইউ আর নট ফানি, সো ডোন্ট বি ফানি! : আয় আইজকা, আমার রং দে বাসন্তীর খালি কৌটা, ঘটনা কি? গীয়ারে কেন আইজকা? : আজকা হাত পুইড়া ফেলাইছি! : কও কি? কেমনে পুড়লা? : আমি এখন কীচেনের কুক, তুমি চইলা যাওনের পর আমি অখন কুকের কাজ করি! : তাই তো কই, আমার সপ্তাহে চাইরদিনের ক্ষ্যাপটা নগদে খাইলো কেডা! তো সোনামনী, ঔষুধ লাগাইছো জায়গায়? : না, আমি কিছুই লাগাবো না! : হুমমম....আমি থাকলে একখান চুম্মা লাগাইতাম, তুমি কাছে নাই, আমার চুম্মাও নাই। সমস্যা নাই, আকাশের ঠিকানায় চুম্মা উড়াই দিতাছি, তুমার আমার মাঝখানে এই শীতে চুম্মা জইমা না গেলেই হয়!! : রনি ইউ আর নট ফানি।

আমারে ডিস্টার্ব করবা না, আর নেক্সট টাইম এমুন গন্ধ যুক্ত এসএমএস পাঠাইলে আমি পুলিশে জানাবো! ঈদ মোবারকও কইতে পারলাম না, তার আগেই ফুনের সেই ট্যা টু বাজতে লাগলো! যাই হোউক ওর জন্য কুন গান দিমু মনে মনে ভাবতে ভাবতে দেখি একখান এসএমএস, খুইলা দেখি আফগানী ঈদ মোবারক জানাইছে! কই যাই, মাইয়াগো মুখের না মানে দিলের হা! তয় মুখের পুলিশের কথার যে দিলের কি মিনিং অখনো জানি না, যদিও এই ঝাড়ি আমারে এর আগে সোয়াশ বার বার দিছে! যেই গান দিমু ভাবছিলাম সেই গান পাল্টাইয়া পাইক্কাগো নয়নের খনি ওর প্রিয় শিল্পি রাহাত ফাতেহ আলির একখান গান যার জন্য আমার কাছে কুনো বিশেষন নাই: তারপর কারে দিমু কারে দিমু কইরা এক বোলগার দেখি ইংল্যান্ডের থিকা ইয়াহুতে নকাইলো। ভাবলাম তারেই ফুন দেই, অবশ্য তারে আমি টেপীর মা নামেই ডাকি মনে মনে, কিন্তু তারে এইটা কওনের সাহস হয় নাই এখনো। একবার ইমেইলে তিনখান ফটুক পাঠাইছিলো তার, কি কমু, জীবনে এত সুন্দর এত কিউট মাইয়া খুদার কাসম একজনরেই দেখছি সেইটা হইলো মেডোনা,..... আরেকখান দেখছি মনে পড়ছে, ছুটোকালে দেখতাম মুরগীর কুটিকুটি ডিম থিকা পয়দা মুরগীর বাচ্চা, কি কিউট কিউট বাচ্চা, মনে হয় হাতে তুইলা আদর করি, হেমুন লাগে। যাই হোউক এই বিশেষন শুইনা আমি শিওর এই বোলগার আমার এগেন্সটে রিপোর্ট করতাছে, তাই মামুরা আর বোলগার ভায়েরা, সাময়িক বিদায়ী পোস্টও ধরবার পারেন এইটা! : উস্তাদ, কেমুন চলতাছে? : চলবো কেমনে, ট্রাকে তো তেল নাই! : ট্রাকে তেল নাই মানে, গতকাইলও চৌদ্দগ্রামে ফিলিংস্টেশনে সেটিং কইরা ১০০ লিটারের তেলের টাকা দিলাম। তেল কি ভাতের লগে গিলা হয় নাকি? : ১০০ লিটারের অর্ধেক টাকা তো আপনের আমার বিড়ি খরচ, আর যেমনে কামের কথা কইয়া লং ড্রাইভে যান,তেল কি হাওয়া থিকা আইবো? : আয় আইজকা, এমুন সুন্দরী কন্টাক্টর লইয়া ট্রাক কেন রিক্সা লইয়া লং ড্রাইভে গেলেও কম হইয়া যায়! : মোবাইল বিজি কেন? কতক্ষন ধইরা ফুন দিতাছি? : কন কি? লাস্টে আমার মোবাইলটাও আমার অলক্ষে টাংকি মারে? আইজকা ওরে খাইছি, ফোন রিসিভ না কইরা ইজি কামে বিজি থাকে, আইজকা ওরে খাইছি! : ও আচ্ছা, ই্উরোপের সুন্দরীগো লগে টাংকি মারা হচ্ছে, তাই না? বাসায় কি জানে? : আমার মোবাইল কুন মোবাইলের লগে টাংকি মারে হেইডাতো আমিই কইতে পারি না, মোবাইল কইবো কেমনে? : উফফফ, আপনি কি এইটা জানেন যে আপনে আসলেই ফানি না? ফান করার চেষ্টা করেন কেন? : (মেজাজ খিচা গেলো, পর পর দুইজন সেম ডায়লগ দিলো, মনে হইতাছে টালু দেলুয়াড়ের মতো এরাও গুপন বৈঠকে আতাত মারছে) আম্মাজান, ভাত খাওয়া হইছে? ঔষুধ কি খাইছেন? সারা দিন জিগাইতে জিগাইতে আমার গলা হুগায় যায় মাগার আম্মাজানের খাওন দাওন ঠিক মতোন হয় না! : উফফফ, আমি ঔষুধ না খাইলে আপনের কি? আপনে কি আমার নার্স না বয়ফ্রেন্ড? : নার্স তো উস্তাদ মাইয়ারা হয়, আমি হইলাম পোলা, আর বয়ফ্রেন্ড হমু এমুন কপাল লইয়া পয়দা হই নাই।

যতদূর কোয়ান্টাম ফিজিক্সের প্রোবাবিলিস্টিক থিওরী দিয়া হিসাব কইরা দেখছি আমার হবু শ্বশুড় নাকি অখনো বিয়াই করবার পারে নাই, সেই হিসাবে তো আপনে পুরাই ডাগর হইয়া গেছেন! তয় আপনের যত্ন নেওন জরুরী কারন আপনের ঐ স্কটল্যান্ডের বান্ধবীখানরে আমার মনে ধরছে! : ও আচ্ছা! তো আপনের সেই পরানের ব্লগের বান্ধবীরে ফুন দেন নাই? : না! : হুমমম.....গলা গম্ভীর হইলো কেন? এই গম্ভীর গলার দোমনা লোকের কাছে আমার বান্ধবী দেই কি করে? : ওস্তাদ, ভাত রানতে হইবো, অখন যাই। ক্ষুধা লাগছে! ফুনটা এইবার আমিই অফ মারলাম! মেজাজ গরম হইয়া যায়। কুটিকালে হুনতাম বাংলা সিনেমায় মন চাইলে নাকি মন পাওন যায়। মনের ভিতর তখন পুরুশ্ন জাগতো মন কি কটকটি যে দুই টাকা দিলেই পাওন যায়? অখন মনে হয় সময় মতো যদি পকেটে দুইটা টাকা থাকতো তাইলে মনে হয় আইজকা এইখানে একলা পচতাম না! এই লন্ডনীর জন্য একখান গান দেওন দরকার, মাগার এই লন্ডনী ফিটিং আবার মেটাল গানের সেটিং পছন্দ করে না, মাগার তারে আমার মেটাল ছাড়া কিছু শুনাইতেও মন চায় না! দিলাম একখান প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ডের প্রোগ্রেসিভ রক গান, হুনলে হুনবো নাইলে নাই! না, আর কাউরে ফোন দেই নাই, ফুন দিয়ার কুনো দরকারও দেখলাম না। বাইরের দিকে তাকাইয়া দেখি ধুমাইয়া স্নো পড়তাছে, ধুমাইয়া মানে ধুমাইয়া! নিজের লিগা একখান গান চুজ করনের দরকার! কুন গান চুজ করন যায় ভাবতাছি!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।