আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ আইছে ভালো কইরা খান, ঘুরে বেড়ান...মনের পশু কোরবাণী দেয়ার ওইসব ফাও কথা কইয়েন না



কোরবাণী আসলে আমরা মনের পশুরে কোরবাণী দেয়ার একটা শ্লোগাণ তুলে গলা ফাটাই, এসএমএস করি, ব্লগে পোস্ট দেই কিংবা ফেসবুকে ষ্টেটাস লেইখ্যা নিজেরে মানবতার মহান রক্ষক হিসেবে জাহির করি। আমরা আসলে কী মনের পশুরে কোরবাণী দেয়ার মত জায়গায় কখনো দাঁড়াতে পেরেছি? কখনোই না। মনের পশুকে আমরা দিনের পর দিন পুষে বড় করি। এখন অবস্থা এমন এটাও হতে পারে যে মনের পশুই হয়তো আমাদের পুষে যায়। কত বছর ধইরা তো ওই শ্লোগান দিলাম...মনের পশু তো বহাল তবিয়তে।

দেশের দিকে তাকাইয়া কী কেউ সেই কথা অস্বীকার করতে পারবেন? আমরা আসলে লোক দেখানো মানুষ ছাড়া আর কিছুই না। আমাদের মন, মুখ এখন আওয়ামী লীগ বিএনপির মত দু্ই মেরুতে। মনে যা, তা বলি না। যা বলি তা বিশ্বাস করিনা। যাই হোক কথা বাড়াইয়া লাভ নাই।

একটা ছোট্ট ছবি দেখাই। আমাদের স্ববিরোধীতা দেখুন। কদিন আগে দেখলাম জাগো নামের একটা সংগঠন পথ শিশুদের মত কাজ করছে। ফুল বিক্রি করছে। পথ শিশুদের প্রতি তাদের ভালোবাসা দেখে এবং পত্রিকাতে পড়ে আনন্দিত হয়েছিলাম।

আর আজ ব্যাপক আমোদিত হলাম তাদের একটা ছবি দেখে। শিশুদের প্রতি তাদের চরম মানবিকতা দেখে। ছবি কৃতজ্ঞতা : ফেসবুক, পলাশ আহমেদ নামক জনৈক একজনের প্রোফাইল থেকে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।