আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে চামড়ার ক্রয়মূল্য তালিকা প্রকাশ

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

আর্ন্তজাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ঈদে চামড়া ক্রয়ের মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে ফোর সিজনস চাইনিজ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এই মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন। সংগঠন তিনটি হল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএফএলএলএফইএ-এর উপদেষ্টা রেজাউল করিম আনসারী।

এতে বলা হয়, তিনটি সংগঠন ঐক্যমত পোষন করে ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার ক্রয়মূল্য ৫৫ থেকে ৬০টাকা, ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা, সারাদেশের জন্য বকরির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২টাকা এবং খাসির চামড়ার ক্রয়মূল্য ২৫ থেকে ৩০টাকা নির্ধারণ করেছে। বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান জানান, বড় আকারের একটি গরু ২৩ থেকে ২৫ বর্গ ফুট হয়ে থাকে আর বকরি বা খাসি সাড়ে তিন বর্গফুট হয়ে থাকে। ফলে বড় আকারের গরুর একটি চামড়ার মূল্য সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা হবে আর বকরির চামড়ার মূল্য ৭০ থেকে ৮০ টাকা এবং খাসির চামড়ার মূল্য ৯০থেকে ১শ টাকা হবে। তিনি আরো জানান, এই মূল্য নির্ধারনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ তিন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।