আমাদের কথা খুঁজে নিন

   

কলেরা....এখনও



ক্যারীবিয় দ্বীপের একটি দেশ হাইতি। অতি দরিদ্র দেশ। হাইতিতে এখন কলেরার প্রকোপ চলছে। শেষ খবর পওয়া পর্যন্ত আটশত লোক এ রোগে মারা গেছে। হাইতির কলেরার কথা শুনে বাংলাদেশের কলেরা রূপকথার কাহিনী মনে পড়ে গেল।

বাংলাদেশে কলেরা একসময় মহামারি আকারে হত। এটা কোন রূপকথা নয়,বাস্তব ঘটনা। তবে তা আমার জন্মের অনেক আগে। এজন্য আমার কাছে রূপকথা মনে হয়। তবে এখন বাংলাদেশে এ রোগকে আর কেউ ভয় করেনা।

কারন এর আধুনিক চিকিৎসা এখন আছে। আজ চিকিৎসা বিঙ্গান যখন এত উন্নত তখন কোন দেশে কলেরার মহামারি মানা যায়না। এখন কেন মানুষকে কলেরায় মরতে হবে?বিশ্বের ক্ষমতা যাদের হাতে তাদের এ ব্যাপারে এখনই সতর্ক হওয়া উচিৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।