আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে ফেরা........................



একঝাঁক আনন্দ অপেক্ষা করছে আমাদের জন্য। আজ বাড়ি যাচ্ছি। রাত ৯.৩০ এর বাসে রওনা দেয়ার কথা। পথে অনেক কষ্ট হবে জেনেও আনন্দমাখা অনুভূতিটা কাজ করছে।আমাদের আনন্দ কয়েকগুন করে বাড়ছে বাবা-মায়ের আনন্দ মাখা তৃপ্ত মুখের কথা ভেবে। ইট-কাঠ-পাথরের শহর কে পেছনে ফেলে, জীবিকাকে পিছনে ফেলে জীবনের কাছাকাছি যাওয়া। এই অপার আনন্দবোধ কাউকে বোঝানো সম্ভব নয়। সবুজের কাছাকছি, মাটি মাখা ঈদে আমার সন্তান পাবে ওর শেকড়ের খোঁজ। জীবিকার প্রয়োজনে যে বদ্ধ শহরের বন্দি জীবন ওকে আমরা দিয়েছি সেখান থেকে ওর ক্ষণিকের এই মুক্তি তাই আমার কাছে পরম পাওয়া। যারা প্রিয় ঢাকা শহরে ঈদ করছেন কিংবা যারা শেকড়ের টানে মাটির কাছে চলছেন সকলের জন্য রইল ঈদ শুভেচ্ছা......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।