আমাদের কথা খুঁজে নিন

   

শুয়োর হটানোর আন্দোলন

সকল সৌন্দর্যই বর্ণিল পঙ্কিলতা থেকে উদ্গত

আটত্রিশ বছর ছিলে স্বামীর স্মৃতি নিয়ে লাগিয়েছিলে কিছু মমতায়-যত্নে প্রিয় গাছ, কিছুই ছিলোনা কাছে মধুর কিছু স্বপ্ন সাধ ছাড়া, বাড়ি থেকে বিতাড়িত হলে যেনবা কুকুর তুমি, তোমার বাড়ি না হলে ঘুম আসছেনা শেখ কন্যার, যেনবা ধুর্ত কোন ক্রিমিনাল না অপদস্থ করলে ভেস্তে যাবে সব ভোটারি ইস্তিহার। কেঁদে ঊঠলে তুমি স্মৃতি হারিয়ে তকমা এটে বলা হল করছ পলিটীক্স বিশ্রী কায়দায় বাপ বেটির বাক্স আরো দেখাল তারা কত নোংরা, কত নীচ তোমার কান্নায় শুধু তুমি নও কেঁদেছে জাতীয়তাবাদ, কেঁদেছে গনতন্ত্র কেঁদেছে মানুষ, শোকে ব্যথায় কালদীর্ন মানবতা মাথা কুটেছে দিগ্বিদিকে, তোমার কান্নায় শুধু তুমি নও আমরাও লজ্জিত, লাঞ্চিত আর অপমানিত- প্রতি মুহূর্তে আমরাও হচ্ছি ভীষন ভাবে মেঘ থমথমে চুপ- বেশি দিন নেই শেখ কন্যা আর তৈরি হন- আপনার ধারাল নখ নিয়ে আর পদলেহী কুত্তাদের মারনাস্ত্রে সজ্জিত করে রাখুন- আসলে বেগবান ঝড়, আমরাও বূলেট খাবো, রক্তের মিছিলে যাবো আমরাও নির্ভীক তরুন, মায়ের কান্নার জল যায় না দেখা তাই- হাতে হাত রেখে করবই শুরু শুয়োর হটানোর আন্দোলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।