আমাদের কথা খুঁজে নিন

   

রাতের সন্তান...

প্রিয় মাধবীলতা...

অবচেতন মনে তোমাকে ভালবাসিনি। চলার পথে কোন এক বিনিদ্র রজনীতে ভালবেসেছিলাম। প্রথমে বন্ধুত্বের মাঝে ভালবাসা ও পরে ভালবাসার মাঝে বন্ধুত্বকে খুঁজে নিতে চেয়েছিলাম কিন্তু একপেশে বন্ধুত্ব মনের আকাশে যে যাতনা সৃষ্টি করে তা শুধু মন কে নাচিয়ে ছাড়ে না বরং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। তবু এই আগুন কখনো নিভে যায়না একেবারে বরং আমৃত্যু জ্বলে চলে। "আকাশ মানবীর লাল টিপ" থেকে শুরু করে "আবারো মাধবী" পযর্ন্ত প্রত্যেকটি শব্দে যে ভালবাসার পরশ বিছিয়েছিলাম তা কখনোই মিথ্যা নয়। ভালবাসার জন্য যদিও কোন সময় নির্ধারণ করা নেই তবু রাতের ভালবাসা কিছুটা হলেও আলাদা আর অধিকাংশ শব্দগুলো সেজন্যই রাতের সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।