আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানী ঈদের আগে



১। কোরবানীর পশু কেনা। ২। কসাই যোগাযোগ করা। ৩।

জবেহ করবেন কোন মৌলভী সাহেব বা কে, তাকে যোগাযোগ করা। ৪। এদের ফোন নম্বর রাখা। ৫। যাদের নামে কোরবানী হবে তাদের নাম, পিতার নামও লিখা।

৬। ছুরি, দা ধার করা। ৭। চাটাই/রেক্সিন মেঝেতে বিছাবার জন্য রাখা। ৮।

পাত্র, ডেকচি, বালতি পরিস্কার রাখা। ৯। ব্লিচিং পাউডার আনা, রক্ত, বর্জ্য পরিস্কার করার পর তা' ছিটানো। ১০। যাদের নামে কোরবানী, সম্ভব হলে, তারা কোরবানী হওয়া পর্যন্ত রোজা থাকুন।

হুমম, রান্নার জন্য তেল মশলা ইত্যাদি.....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।