আমাদের কথা খুঁজে নিন

   

কন দেখি গানটার গায়িকা কে?....

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

: : : : : : সোনা দিয়া বান্ধায়াছি ঘর ও মন রে ঘুণে করল জর জর হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর ও মন রে ঘুণে করল জর জর আমি কি করে বাস করিব এই ঘরে রে হায় রে তুই সে আমার মন । মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন । তিন তক্তার এই নৌকা খানি ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি হায় মন রে তিন তক্তার এই নৌকা খানি ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি আমি কি করে ছেচিব নৌকার পানি রে হায় রে তুই সে আমার মন । মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন । আসি রাইতে ভবের মাঝারে ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে হায় মন রে আসি রাইতে ভবের মাঝারে ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে হায় রে তুই সে আমার মন । মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন। এইখানে শোনেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।