আমাদের কথা খুঁজে নিন

   

‘এক কাপড়ে টেনে-হিঁচড়ে বের করে দেয়া হয়েছে’

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
খালেদা বলেন, ‘আমাকে বাড়ি থেকে কিছুই আনতে দেয়া হয়নি। এটা অমানবিক। আমার মালামালেরও কোনো আইনসম্মত ইনভেন্টরি পর্যন্ত করা হয়নি। ’ বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে। এই অমানবিক ঘটনার বিচারের ভার মহান আল্লাহ ও জনগণের হাতে ছেড়ে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেনানিবাসের বাড়িটিতে প্রায় ৪০ বছর বসবাস করছেন উল্লেখ করে খালেদা বলেন, ‘শহীদ জিয়া দেশের জন্য জীবন দেয়ার পর এই বাড়ির স্মৃতিগুলো আরো জীবন্ত হয়ে উঠেছিল। আজ জোর করে এই বাড়ির সঙ্গে এতকালের সম্পর্ক ছিন্ন করা হল। ’ তিনি অভিযোগ করেন, সরকার নোটিস দিলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তাকে বাড়ি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা হল। সরকার সারা দিন আইন আদালত বিচারের কথা বললেও তাদের মাধ্যমেই মাহমান্য আদালতের ভাবমূর্তি পদদলিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন তিনি বলেন, ‘তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধীদলীয় নেতার সঙ্গে সরকার এমন অমানবিক আচরণ করতে পারলে সাধারণ মানুষের সঙ্গে কী আচরণ করা হচ্ছে তা সহজেই অনুমেয়।

’ অন্যায়য়ের প্রতিবাদ করতে গিয়ে যারা গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন ভোগ করছেন তাদের প্রতি সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় এ নেতা। এই দিকে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছে, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ী থেকে উচ্ছেদের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই!!!!! সে বলে, "খালেদা জিয়াকে বাড়ী ছাড়ার নোটিশ দিয়েছিল ক্যান্টনমেন্ট বোর্ড, আর আদালতে এই মামলায় আপীল করে তারা হেরেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী, এর সঙ্গে আওয়ামী লীগের তো কোন সম্পর্ক নেই" হাহ মিথ্যাচারের একটা সীমারেখা থাকা উচিৎ.. আইএসপিআর এর আগে দাবী করে যে খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন। আর এইদিকে আই.এস.পি.আর ও তো পুরোই ডাহা মিথ্যাচার করে গেল নির্বিঘ্নে... এর প্রতিবাদে যখন দলীয় নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নেয় তখন... আওয়ামী লেলায়ীত পুলিশ হুমকি দেয়,নেতা-কর্মীরা অবস্থান ত্যাগ না করলে শক্তি প্রয়োগের । একপর্যায়ে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।