আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠিতে কোরবানির পশুর হাট এখনও জমতে শুরু করেছে



ঝালকাঠি থেকে সাখাওয়াত হোসেন শাওন : কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে কোরবানির পশুর হাট এখনও জমতে শুরু করেছে আজ থেকে । পশুর হাটে গরু-ছাগলের ব্যাপক আমদানি থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম। তবে ঝালকাঠির বড় হাট গুরুমান ব্রিজ সংলগ্ন এখনে আজকের ক্রেতার আসছে কিন্তু যে ভাবে আসার কথা সে অনুপাতে খুব কম আসছে বলে মনে করেন বিক্রেতারা। আ্যনথ্রাক্স আতঙ্ক বিরাজ করলেও ক্রেতারা কোরবানি দেয়ার জন্য গরু কেনা শুরু করেছে। ঝালকাঠিতে নেপালের ৩ টি গরু আসছে যার দাম হাকা হয়েছে ১ লক্ষ টাকা করে।

বিক্রেতারা দাম চাচ্ছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এর পাশাপাশি ছাগলেরও দাম অনেক বেশি। একটি ছাগলের দাম ১০ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত চাওয়া হচ্ছে। তবে কাল থেকে ক্রেতাদের বির হবে বলে মনে করেন বিক্রেতারা। শাওন ঝালকাঠি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.