আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল ও স্বার্থপরতার রাজনীতি



টেলি ভিসনে যখন দেলোয়ার হোসেনের বরাত দিয়ে জানানো হচ্ছে যে খালেদা জিয়াকে সেনানিবাসে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদরে প্রিয় বিরোধী দলীয় নেত্রী তখন পতাকা উড়িয়ে বিএনপির গুলশান অফিসে এসে নামলেন। দেলোয়ার হোসেন সে দৃশ্য দেখেছেন কিনা জানি না। দেখলে তার লজ্জা(!) পাবার কথা। অবশ্য দুর্জনেরা বলে ও বস্তুটি তার নেই।

যখন তিনি জাতীয় সংসদের ক্যান্টিনের চাল ডাল নিয়ে দু দু'টি সংসার চালাতেন, তখন থেক্ই জনগন জানে, দেলোয়ার পরার্থপরতার বিষয়টি বিশ্বাস করেন না। খালেদা জিয়া অবশেষে বাড়ি ছেড়ে দিয়েছেন। আই এসপিআর জানিয়েছে তিনি স্বেচ্ছায় আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাড়ি ছেড়ে দিয়েছেন। আমি বুঝতে পারিনা তার দলীয় মহাসচিব তাঁকে কেন আইন ভঙ্গকারী হিসাবে প্রমান করতে উৎসাহী। দেলোয়ার হোসেন খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বেদনায় ভারাক্রান্ত হয়ে সারা জাতিকে যন্ত্রনার মধ্যে ফেলে দিয়েছেন।

তিনি ঈদের তিনদিন আগে হরতাল ডেকে জাতির জন্যে অশেষ যন্ত্রনার আয়োজন করেছেন। তার হাক ডাকে ইতমধ্যেই ৫টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন তাদের সোনার ছেলেরা। ঈদে ঘরে ফেরার জন্যে যারা টিকিট কেটেছিলেন তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন। এমনিতেই ঈদে বাড়ি ফেরার ঝক্কি বলে শেষ করা যায়না তার ওপর খালেদা জিয়ার একার কারনে দেশ ব্যাপী যন্ত্রনা সৃষ্টি করে কি পাবেন খালেদা জিয়া জানি না। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ির কারনে কোর্টে নিয়ে জিয়েছিলেন যে মন্ত্রনা দাতারা তাদের অধিকাংশই নির্বাজনে পরাজিত, সংসদে যাবার তাড়া এসব বেকার উষ্কানীদাতাদের নেই।

এ কারনেই তারা দেশের মানুষের দুর্দশার কথা ভাবার অবকাশ পায়না। হরতালে তারা একটু বীরত্ব দেখানোর সুযোগ পায় ঠিকই। কিন্তু আমরা যে যন্ত্রনা ভোগ করবো তাতে বিএনপির কে সমর্থনের কোন সুযোগ আমাদের থাকবে কি। শূনছি একটু পরে খালেদার সংবাদ সম্মেলন। এই সম্মেলনে যদি তিনি নিজের দুঃখ কষ্ট উপেক্ষা করে জনগনের প্রতি সহানুভুতিশীল হন।

যদি হরতাল স্থগিত করার ঘোষণা দেন জনগন নিশ্চয় তার এই সহানুভুতির কথা ভুলবে না। জনতা বিশ্বাস ঘাতাক নয়। তিনি এর প্রতিদান পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.