আমাদের কথা খুঁজে নিন

   

খাতা-পেন্সিলে ত্রিভূজ ফ্র্যাকটালের খেলা

লেখক/কবি

মন ভালো নেই ! ঈদের দিনের সব আয়োজনে যোগদিতে বন্ধুরা হয়তো সব আপনাকে রেখে দূরে কোথাও চলে যেতে পারে, ভাবনা কি, একাকীত্ব কাটাতে খাতা পেন্সিল নিয়ে নিভৃতে বসে যান ত্রিভূজ ফ্র্যাকটালের খেলায়। নিশ্চিত থাকুন, বন্ধু বা স্বজনদের পাশে না পাবার একাকীত্ব আপনার একদমই থাকবে না। আপনার অনুসন্ধিৎসু মনই আপনাকে সঙ্গ দেবে। যা যা লাগবে বড় মাপের একটি কাগজ কালো এবং রঙিন পেন্সিল স্বচ্ছ একটি রুলার কি করবেন কাগজের টুকরোটিতে আপনার এতদিনের জ্যামিতিক জ্ঞান ব্যবহার কাজে প্রথমে একটি সমবাহু ত্রিভূজ আঁকুন। আপনার আঁকা এই ত্রিভূজটির প্রতিটি বাহুর মাঝের বিন্দুগুলো খুঁজে বের করুন।

এবার বিন্দুগুলোকে পরপর এক একটি সরল রেখার মাধ্যমে যুক্ত করে নতুন ত্রিভূজ তৈরি করতে থাকুন। দেখবেন ত্রিভূজের সংখ্যা কেমন করে বাড়ছে আর তলের আকৃতি কেমন করে ছোট হচ্ছে। এ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি ঘটাতে থাকুন। নিয়মতান্ত্রিক ভাবে এদের রং করুন। দেখবেন আপনার নির্দিষ্ট আয়তনের কাগজের সিমানা ছাড়িয়ে অজন্ম ত্রিভূজের ছন্দময় সারি যেন কোন অজানার পানে হারিয়ে যেতে চাচ্ছে।

সে রাজ্যে আপনার ঢোকার কোনো জো নেই। আপনার সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন ভাবে প্রক্রিয়াটি পুণরাবৃত্তি করে দেখতে পারেন। এমন খেলাচ্ছলেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারই হয়েছে বিজ্ঞানের ইতিহাসে। তেমনই একটা কিছু ঘটে যেতে পারে আপনার বেলাতেও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।