আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্ট আয়না!



সম্প্রতি হংকংভিত্তিক ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেমস ল সাইবারটেকচার উচ্চপ্রযুক্তির ওয়াই-ফাইসমৃদ্ধ আয়না তৈরি করেছে। এই আয়নাটি চেহারা দেখার পাশাপাশি টাচস্ক্রিন হিসেবেও ব্যবহার করা যাবে। এই আয়নায় স্পর্শ করেই ইন্টারনেটে যোগাযোগ করা যাবে। খবর মোমেন্টো অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই আয়না ওয়াই ফাই টেকনোলজি থাকার ফলে নিজের স্মার্টফোনে ছবি তুললে সেটি এই আয়নায় দেখা যাবে।

সাইবারটেকচার নামের এই আয়নার নিজস্ব অপারেটিং সিস্টেম আছে। এতে থাকা থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য, সংবাদপত্র, প্লেনে ভ্রমণের যাবতীয় তথ্যও পড়া যাবে। জানা গেছে, এই আয়নার আকার ৮০ৗ ৫০ী ৫ সেন্টিমিটার। এটি ময়েশ্চার প্রতিরোধী। এই আয়নার সঙ্গে স্পিকার লাগানো আছে।

আয়না প্রস্তুতকারি প্রতিষ্ঠান জেম ল সাইবারটেকচার জানিয়েছে, আগামী বছরই বাজারে আসবে এই স্মার্ট আয়না। আর এই আয়না কিনতে খরচ করতে হবে ৮ হাজার ডলার। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.