আমাদের কথা খুঁজে নিন

   

'৭১ এর পুনর্জন্ম

কালো ইতিহাস? সে তো গেছে প্রায় অধর্শতক আগে! আমরা একটি সাদা ইতিহাস খুঁজছি; সাদার ভেতর রঙধনু খুঁজছি- তবে লালটা যেন বেশি না হয় বড় বেশি গাঢ় লাল দেখে এসেছি; সবুজের বুক চিরে লালের আর্তচিৎকার আজও দুঃস্বপ্ন দেখায়! কালোর অভিশাপ বুকে নিয়ে আজ রাজপথে জনতার ঢল, নব জাগোরণে, নব উদ্যমে এক সুর, এক কলতানে আজ সবাই একাত্ম। তবু আজও কুঁড়ে কুঁড়ে খায় ইতিহাস ওই হিংস্র হায়েনার দল; তাদের নিঃশ্বাসে বিষাক্ত গ্যাস তারা লালের উৎসবে মত্ত! অনেক ঘুমিয়েছি, নয় আর জেগেছি এবার প্রতিশ্রুতি নিয়ে কলঙ্কমুক্ত বাংলার; আর কোন প্রশ্ন নয় এবার সময় দেবে উত্তর নতুন স্বপ্ন চোখে দেখ- গর্জে উঠেছে একাত্তর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।