আমাদের কথা খুঁজে নিন

   

নদী, নক্ষত্র, বাতের বাতাস বয়ে যায় কত কোলাহলে !

(((( শাফিক আফতাব )))) রক্তরা উত্তেজিত ; প্রখর করে তোলে পতিতভূমি, বীজ বপণের লাগি কৃষকেরে দেয় তাড়া ; মনে হয় কারে যেন গেলো সে চুমি, নদীর জলেরা বয় অস্থির দিশেহারা। ফুলে আর ফসলে আহা ! পৃথিবী কত সুন্দর মনোরম, উষর পতিত ভূমি আগাছা বাড়ায় ; আহা কত মধু আর পুলকে ভরা মম অনুপম, হাতছানি দিয়ে ডেকে যায় অমরায়। আমাদের দুজনার মন একটি বিন্দুতে মিলিত হলেÑ পৃথিবীর আদিম ট্রেন চলে পুরানো বনানীর পথ ধরে ; নদী, নক্ষত্র, বাতের বাতাস বয়ে যায় কত কোলাহলে, স্বর্গ সৃজিত হয় তখন ধরায় ! কীসের মরণের পরে। তুমি আমি পরস্পর একান্ত নিবিড় চলি পৃথিবীর পথে কত ফুল কত ফল ফোটে তাই আমাদের শপথে। ২৪.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।