আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদে/সেইফ থাকা



স ব সময়ই আমি চাই নিরাপদে থাকতে। ছোটকাল হতে। বুঝ হওয়ার পর থেকে। অভিভাবকরাও তাই চেয়েছেন। যা ছোটখাটো মেয়েলী সমস্যা মোকাবিলা করতে হয়েছে- নিজেই সামলে নিয়েছি নাহয় হজম করে ফেলেছি।

বাসায় বললে, বাইরে যাওয়া বন্ধ হতো। আর বাইরে কত কিছু, না যেয়ে ভাল লাগে? সব সময় ঘরে থাকা যায়? গাছে নতুন নতুন কলি দেখা। লাউ-কুমড়ার লতায় নতুন কিছু এলো কিনা। আগে দেখতে পারা। বাগানে ফুল তোলা, না বলে নেয়া দেখা।

বারান্দায় কারো ঘুমিয়ে থাকা দেখা। ঝাড়ুদার কিভাবে ছন্দ ছন্দে ঝাড়ু দেয় দেখা। কত কাজ! এখন ব্লগে এসেও দেখি নিরাপদে থাকার বিষয়। যে যতক্ষন নিরাপদ না হতে পারছে, তার মনের আকুতি ভিন্ন। নিরাপদ হলে মুক্ত পাখীর উল্লাস।

সবাই সব কিছুতে সবসময় নিরাপদে থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।