আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি ভুতে এসে আমাদের.....



রাস্তার পাশের পানির ট্যাবের পানি নষ্ট হওয়ার দৃশ্যটা দেখেননি এমন লোক হয়তবা কম পাওয়া যাবে। কিন্তু প্রতিদিন দেখতে হয় এমন লোক খুব কমই হবে। আমার বাড়ির পাশের দৃশ্যটা প্রতিদিন আমাকে দেখতে হয়। অনেক কষ্টও পেতে হয়। কিন্তু কি করার।

উপায় অন্ত না পেয়ে চেষ্টা করি যেন পানি নষ্ট না হয়। কিছুতেই কিছু হলনা, অবশেষে ভাবলাম আমাকেই কিছু একটা করতে হবে। যা ভাবা তাই, যখনই রাস্তায় যাই তখন একবার দেখি ট্যাবটা বন্ধ না খোলা, খোলা থাকলে বন্ধ করে দিয়। আবার দেখি কলসি পাতা আছে পানিও পড়ছে কিন্তু লোক নেই তবুও বন্ধ করে দিয়ে যাই। অবশ্য আমাকে কেউই দেখতে পায়নি কোন দিন।

গতকাল যাওয়ার সময় দেখি কয়েকটি মহিলা মিলে আলোচনা করছে কে আমাদের পানির ট্যাব বন্ধ করে দেয়? কাউকেতো কোন দিন দেখিনি ‘তবে কি ভুতে এসে আমাদের’ পানির ট্যাব বন্ধ করে দিয়ে যায়? আবার পাশ থেকে একজন মহিলা বলে উঠল ভুতটা কিন্তু ভাল কাজই করে, আমাদের সকলের উচিত যেন পানি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। কারণ পানির অপর নাম জীবন। রাস্তার পাশের পানির ট্যাবের পানি নষ্ট হওয়ার দৃশ্যটা দেখেননি এমন লোক হয়তবা কম পাওয়া যাবে। কিন্তু প্রতিদিন দেখতে হয় এমন লোক খুব কমই হবে। আমার বাড়ির পাশের দৃশ্যটা প্রতিদিন আমাকে দেখতে হয়।

অনেক কষ্টও পেতে হয়। কিন্তু কি করার। উপায় অন্ত না পেয়ে চেষ্টা করি যেন পানি নষ্ট না হয়। কিছুতেই কিছু হলনা, অবশেষে ভাবলাম আমাকেই কিছু একটা করতে হবে। যা ভাবা তাই, যখনই রাস্তায় যাই তখন একবার দেখি ট্যাবটা বন্ধ না খোলা, খোলা থাকলে বন্ধ করে দিয়।

আবার দেখি কলসি পাতা আছে পানিও পড়ছে কিন্তু লোক নেই তবুও বন্ধ করে দিয়ে যাই। অবশ্য আমাকে কেউই দেখতে পায়নি কোন দিন। গতকাল যাওয়ার সময় দেখি কয়েকটি মহিলা মিলে আলোচনা করছে কে আমাদের পানির ট্যাব বন্ধ করে দেয়? কাউকেতো কোন দিন দেখিনি ‘তবে কি ভুতে এসে আমাদের’ পানির ট্যাব বন্ধ করে দিয়ে যায়? আবার পাশ থেকে একজন মহিলা বলে উঠল ভুতটা কিন্তু ভাল কাজই করে, আমাদের সকলের উচিত যেন পানি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। কারণ পানির অপর নাম জীবন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।