আমাদের কথা খুঁজে নিন

   

আই লাভ বাংলাদেশ: লিউনেল মেসি (ফুটবলার, আজেন্টিনা!)


৩-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে জয়ী আজেন্টিনা। চারিদিকে হৈ হুল্লোর। আচমকা গ্যালারির দিকে দৌড় গেলেন লিওনেল মেসি। আমি যেখানটায় বসে আছি ঠিক সেইখানে এসে থামলেন। মেসির খেলা দেখার জন্য মাঠে গিয়েছি।

তাই বলে এতকাছ থেকে দেখতে পাব! কিছু বোঝার আগেই আমার হাতে থাকা প্লাকার্ডটি ছো মেরে নিয়ে নিলেন মেসি! প্রচন্ড ভয় পেয়ে গেলাম। কোন অন্যায় করে ফেলেছি? খারাপ কিছু লেখা ছিল প্লাকার্ডে? নিরাপত্তা রক্ষীরা মুহুর্তের মধ্যে আমাকে ঘিরে ফেলে। পরবর্তী ৫ মিনিট কি হয়েছে মনে নেই। জ্ঞান ফিরে তাকিয়ে দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছেন মেসি, আমাকে জিজ্ঞেস করছেন, ইউ ওকে? পাংশুটে শুকনো মুখে একগ্লাস পানি চাইলাম। মেসির হাতে থাকা পানির বোতলটি এগিয়ে দিলেন আমার দিকে।

পানি খেয়ে কিছুটা ইজি হয়ে উঠে দাড়াই। জিগ্যেস করি হ্যাভ আই ডান এনিথিং রং? ওদের দেশের কোন পত্রিকায় লিখেছে আর্জেন্টিনার সবচেয়ে বড় পতাকাটি তৈরী করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে তার কয়েক কোটি ভক্ত রয়েছে। আর্জেন্টানার পরাজয়ে বাংলাদেশের মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়।

মানুষ মারা যায়। এ সংবাদ পড়েছে মেসি। সেই থেকে সে বাংলাদেশের মানুষদের প্রতি ভালবাসা জন্মেছে। সে বাংলাদেশের মানুষকে তার নিজের মানুষ মনে করে। যে খানে নাটোরের বনলতাসেন এসে তাকে দুদন্ড শান্তি দিতে পারে।

আমার প্লাকার্ডে বাংলাদেশ লেখা দেখে আমার কাছে এসেছেন বাংলাদেশের মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে। তার ভালবাসার কথা জানাতে। মেসির কথায় আই লাভ বাংলাদেশ। ভাবছেন স্বপ্ন দেখছি!!! সবকিছু ঠিকঠাক থাকলে সেরকম সত্যিকার স্বপ্ন হয়তো দেখতে পারি আগামী ১৭ নভেম্বর। বিশ্বের দুই ফুটবল পরাশক্তি বাংলাদেশের সেনশেশান আমার প্রিয়দল আর্জেন্টিনা ও প্রিয় শত্রু ব্রাজিল এর মধ্যকার অনুষ্ঠিতব্য খেলার টিকিট হাতে পেয়েছি।

এসপেক্ট ইমাজিং কাতার, ২০১৮/২২ এর যে কোন একটি ফুটবল বিশ্বকাপ আয়োজেক হতে কাতারের যোগ্যতা প্রমানের জন্য এ ম্যাচের আয়োজন। দোহা সিটির খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক ম্যাচ। দোয়া রাইখেন স্টেডিয়ামে গিয়ে যেন খেলাটি শেষ পর্যন্ত দেখাতে পারি। ষ্টেডিয়াম পরিচিতি: খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাতারের ন্যাশনাল স্টেডিয়াম। এটি ডোহা স্পোর্টস সিটি এর অধীন।

১৯৭৬ সালে নির্মিত এ স্টেডিয়ামটি ২০০৫ সালে আধুনিকায়ন করে পৃথিবীর অন্যতম একটি স্টেডিয়ামের পরিণত করা হয়। ৫০,০০০ দর্শক ধারন ক্ষমতার এ স্টেডিয়ামটি এখন মিডলইস্টের অন্যতম বিনোদন কেন্দ্র। ২০০৬ সালে এশিয়ান গেমসের উদ্ভোধন অনুষ্ঠিত হয় এ মাঠে। ২০০৯ সালে ১৪ নভেম্বর ব্রাজিল ও ইংল্যান্ড দলের মধ্যে সর্বশেষ আন্তজাতিক ফুটবল অনুষ্ঠিত হয়। ৯৩ বার উভয়ের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধে ৩৩ বার সাফল্য পেয়েছে আমার প্রিয় আর্জেন্টিনা।

ড্র করেছে ২৩ বার। সে ক্ষেত্রে ৩৭ বার বিজয়ী হয়ে ব্রাজীল এবারো কাগজে কলমে এগিয়ে। দিনের বেলার চেহারা রাতের বেলার রূপ। ২০০৬ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের উদ্ধোধনী অনুষ্ঠানের আলোক স্বজ্জা। আর্জেন্টিনা দলের প্রাথমিক সদস্য : Goalkeepers: Sergio Romero (AZ Alkmaar), Mariano Andujar (Catania) Defenders: Martin Demichelis (Bayern Munich), Gabriel Milito (Barcelona), Walter Samuel (Inter Milan), Javier Zanetti (Inter Milan), Nicolas Burdisso (AS Roma), Gabriel Heinze (Olympique Marseille), Pablo Zabaleta (Manchester City), Nicolas Pareja (Spartak Moscow) Midfielders: Javier Mascherano (Barcelona), Ever Banega (Valencia), Angel Di Maria (Real Madrid), Jose Sosa (Napoli), Mario Bolatti (Fiorentina), Andres D'Alessandro (Internacional), Javier Pastore (Palermo), Lucas Biglia (Anderlecht), Nicolas Gaitan (Benfica) Forwards: Gonzalo Higuain (Real Madrid), Carlos Tevez (Manchester City), Sergio Aguero (Atletico Madrid), Lionel Messi (Barcelona), Diego Milito (Inter Milan), Ezequiel Lavezzi (Napoli) ব্রাজিল দলে প্রাথমিক ভাবে নির্বাচিত সদস্য: Goalkeepers: Victor (Grêmio), Jefferson (Botafogo), Neto (Atlético-PR) Wingbacks: Daniel Alves (Barcelona), Rafael (Manchester United), Adriano Corrêa (Barcelona), André Santos (Fenerbahçe) Centrebacks: Thiago Silva (AC Milan), David Luiz (Benfica), Alex Costa (Chelsea), Réver (Atlético MG) Defensive midfielders: Lucas (Liverpool), Ramires (Chelsea), Sandro (Tottenham) Jucilei (Corinthians) Midfielders: Douglas (Grêmio), Philippe Coutinho (Inter Milan), Ronaldinho Gaúcho (AC Milan), Elias (Corinthians) Forwards: Robinho (AC Milan), Alexandre Pato (AC Milan), André Ribeiro (Dynamo Kiev), Neymar (Santos)
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।