আমাদের কথা খুঁজে নিন

   

হিম শুন্যতার গান অথবা ঝরা পাতার কাব্য

CONNECTION FAILED
সোনালী হেঁয়ালি সূর্যাস্তের দীপ্তির ভেতরে আমাদের স্পর্শাতুর মন হারিয়ে যায় সময় নামক ঘড়ির আঁধারে। রাতের পর রাত, মাইলের পর মাইল পেরিয়ে আমরা পৌঁছে যাই নবীন করুন রৌদ্র ভোরে যেখানে চিন্তার সংবেগ আমাদের বেঁধে রাখে সূর্যালোকিত শালিকের মতন। আলতা পায়ে দেখেছিলাম যারে সে হারিয়ে গেছে আজ হেমন্তের ম্লান মাঠের বিকেলে। সেদিন আমার আবেগ তাই বাঁধ ভেঙ্গে গিয়েছিলো; আকাশকে জীবনের নীল মরুভূমি মনে হয়েছিলো। ভয়ার্ত চোখে দেখেছি ডুবন্ত সূর্যের সাথে আমার হাজার রূপান্তরের ভেঙ্গে যাওয়া।

কিছু বলতে পারিনি, বাধা দিতে পারিনি, শুধু অনুভব করে গেছি পতনের ক্রান্তি শব্দ। মৃত জনমানবের দেশে চাঁদের ও-পিঠ থেকে নেমে আসে অন্ধকার ন্যুব্জতার মতো। প্রেমের আলো প্রেমকে দিতে পারেনি সময়মতো তাই আজ এ গোলকধাঁধায় বন্দী সময়। মনে পরে তোমার কাছ থেকে শুন্য হাতে ফিরে এসেছি এই অনিমেষ নক্ষত্রের আড়ালে যেখানে যাত্রাহীন গভীর অগ্নির জন্ম হয়। প্রলাপপান্ডুর পৃথিবীতে আর ফিরে যাবো না বলে আফসোস জাগে না বরং আমার মস্তিষ্ক মিশে যায় স্তব্ধতার বৃশ্চিক গ্রথিত আঁধারে।

সেখানে স্তুপিকৃত অন্ধকার জমা হয় প্লিওসিন যুগের পাহাড়ের মতন যা কিনা আপেক্ষিকতার তরঙ্গে সন্ধিহীন। রক্তাভ অভিজ্ঞতা নিয়ে যখন নীলিমার গরিমা ভেঙ্গে দেই, দীর্ঘ ছন্দের পতন ঘটিয়ে দেখতে পাই মৃত্যু! যার হাতে আমাকেই আঁকা হয়েছে ম্লান দার্শনিকের পটে। শুনতে পাই কোন এক কোকিল একাগ্রতায় গাইছে হিম শুন্যতার গান, তাই আমিও সময়ান্তরে হলুদ পাতা হয়ে ঝরে যাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।