আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিং..... অন্য কথা (গতানুগতিক নয়)

সপ্ন দেখি সবসময় facebook.com/FaizulFaysal

আমরা সবাই ইভ টিজিং নিয়ে নানা ধরনের লেখা লেখছি, পড়ছি। ইভ টিজিং বর্তমান সময়ের এক প্রধান সমস্যা। আমরা কেহই এর পক্ষে নই। তবু্ও প্রতিদিন ঘটছে ইভ টিজিং, কিন্তু কেন???? কারন একটাই বখাটে ছেলে!!!!!!! আমরা সবাই ইভ টিজিং জন্য বখাটে ছেলেদের দায়ী করছি, অন্য কাউকে কেন করব। ওরাই তো সব করছে।

আসলেই কি তাই???? তাহলে কোথা থেকে এল বখাটে ছেলেরা। ওরা কি কারো সন্তান নয়??? নাকি ডাস্টবিনে এদের জন্ম হয়। আপনি কেন আপনার ছেলেকে শাসন করছেন না?? যাক ওরা তো বখাটে ছেলে। এবার আসি অন্য কথায়, কারা ইভ টিজিং এর শিকার? আপনার আমার বোন। কিন্তু কেন তারা ইভ টিজিং এর শিকার হচ্ছে তার খবর কেউ রাথিনা।

আপনার আমার বোন যখন হিন্দি সিনেমার নায়িকার পোশাক পরে বাইরে যায় তখন কি করি আমরা??? খুব সুন্দর লাগছে তোকে। ওরনাটা জর্জেট হলে................. রাস্তায় হাটা যায় না এদের বেহায়াপনার জন্য। ছিঃ.......... ছিঃ................ছিঃ...................... দু গালে দুটো চঢ় যে তার পাওনা ছিল, কেন দিলেন না। কেন?????????????????? রাস্তায় হাটা যায় না এদের বেহায়াপনার জন্য। আজকাল বাজারে ছেলেদের T-Shirt আর পাওয়া যায়না, সবই তাদের দখলে।

আরও কত কি যে তারা ব্যাবহার করে তা তো সকলেরই জানা। যাক এসব বলে আর কি লাভ। ২ দিন আগে গিয়েছিলাম ইভ টিজিং বিরোধী মানব বন্ধন কর্মসূচিতে। গিয়েছিলাম বিবেকের তারনায়। না গেলে হয়ত ভুল ই করতাম, কারন ওখানে নেতৃত্ব দানকারী অনেকের পোশাকই ছিল আপত্তি জনক।

হয়ত হাতে ব্যানার না নিয়ে ওই কাপড় দিয়ে ওড়না বানালে আরও সুন্দর লাগত। আমার কাছে মনে হচ্ছিল ইভ টিজিং উদ্ভুদ্ধকরন কর্মসুচি। আসুন আগে নিজে পোশাকে চলনে মার্জিত হই, তার পর ইভ টিজিং বিরোধী কথা বলি। মোমের মাথায় আগুন দিলে মোম গলবেই, আপনি আগুন দিলেন একটু হাত পুরবে না এ তো হয় না। আপনার হাত না পুরলেও আরেক জনের টা পুরবেই।

মনের জমানো দঃখ থেকে লিখলাম, ভুল হলে ক্ষমা করবেন। ছবি, দেখতে চাইলে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।