আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্ব



তুমি বৃষ্টিতে আমি রোদেতে তুমি আলোতে আমি নিশিতে তুমি আমাতে আমি তোমাতে তোমার আমার পরিচয় বিশুদ্ধ বন্ধুত্ব। তুমি স্বাপ্নিকা আমি স্বাপ্নিক তুমি ভালবাসিকা আমি ভালবাসক তুমি কবিতা আমি কবি তোমার আমার চাবিকাঠি বন্ধুত্বের ধরাধরি। তুমি কষ্টতে আমি কান্নাতে তুমি পাহাড়েতে আমি ঝরনাতে তুমি গাড় নীলে আমি হালকা নীলে তোমার আমার পাশাপাশি বন্ধুত্বের বাড়ি। তুমি বকুল ফুলে আমি কদম ফুলে তুমি হাসো দাত বের করে আমি হাসি মুচকি তুমি নুপুর পায়েতে আমি খালি পায়েতে তোমার আমার হাতে বন্ধুত্বের শিকল। তুমি মুঠোফোনে আমি ফেসবুকে তুমি মেসেজে তুমি ইমেলে তুমি মোবাইল ওয়েবে আমি ওয়েবে তোমার আমার বন্ধুত্ব।থাকুক চিরকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।