আমাদের কথা খুঁজে নিন

   

পথ অজানা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

পথ অজানা দাঁড়িয়ে ছিলে ব্যলকনিতে হঠাৎ আলোর ঝলকানিতে দেখি তুমি তাকিয়ে আছো সুদূর আকাশপারে; আমায় দেখে মুখ ফেরালে ইচ্ছে করেই আড়াল হলে জানলেনা এই দু’চোখ শুধু তোমায় খুঁজে ফেরে। প্রতিদিনের একটু দেখা মন পাথরে গভীর রেখা কাটলে তুমি সংগোপনে মুছবেনা দাগ আর কিছুতেই; একটু তুমি অভয় দিলে দেবো মনের দরজা খুলে ভয় কি বলো প্রেমের পথে কাঁটা আছে সবখানেতেই। তোমার আমার এই ব্যবধান হোকনা যতই পাহাড় সমান মন আকাশে পাখী হয়ে উড়তেতো আর নেই মানা; স্বপ্ন সুখে বাঁধবো যে ঘর আসে যদি দমকা সে ঝড় দুজন মিলে খুঁজবো নাহয় অন্য কোন পথ অজানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।