আমাদের কথা খুঁজে নিন

   

আততায়ী প্রেম

বাঙলা কবিতা

ভালোবেসে যে খঞ্জর আমাকে মমতা করেছিল; আমি কোনও মৃত্যুঞ্জয় নই__ যে খঞ্জর প্রমানে সক্ষম হয়েছিল, প্রভু, আমি তার মুগ্ধ প্রেমিক। তার তীক্ষ্ণ চুম্বনের তলে যদি আমার হলকম পুনরায় দ্বিখন্ডিত হয়; তবে তো সার্থক এই প্রেম ! যদি সেই মমতার চকচকে হাসি আর না দেখে দু'চোখ, আমার চোখের জ্যোতি ম্লান করে দাও, বাকিটা জীবন, প্রভু অন্ধ করে রাখো, পরজন্মে যেন আমি জন্মান্ধের স্মৃতিচিহ্ন নিয়ে আবারও জন্মাই ! আমার প্রেমের জন্য, শুধু এই পুরানের কথা, প্রভু, সত্য করে দাও ! আমার তৃষ্ণার পক্ষে পুনর্জন্ম সত্য করে দাও! সহস্র জনমে আমি সেই প্রিয় খঞ্জরের মমতার বলি হতে চাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।