আমাদের কথা খুঁজে নিন

   

এক দাঁত ৪০ হাজার টাকা!



ভুলক্রমে রোগাক্রান্ত দাঁতের সঙ্গে ভালো একটি দাঁত তুলে ফেলায় ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক দন্তচিকিৎসককে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে গত শুক্রবার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের মজিবর রহমান তাঁর ছেলে মমিন উদ্দিনকে (৮) নিয়ে দন্তচিকিৎসক নিরিশ চন্দ্র সরকারের স্কয়ার ডেন্টাল ক্লিনিকে আসেন। ক্লিনিকের সহকারীরা মমিনের আক্রান্ত দাঁতটির সঙ্গে একটি ভালো দাঁত তুলে ফেলেন। এর প্রায় তিন ঘণ্টা পর মজিবর লোকজন নিয়ে এসে ছেলের ভালো দাঁত তুলে ফেলার কারণ জানতে চান।

একপর্যায়ে তাঁরা ক্লিনিকে ভাঙচুরের চেষ্টা ও চিকিৎসক নিরিশ সরকারকে লাঞ্ছিত করেন। স্থানীয় লোকজন ও বাজারের কয়েকজন ব্যবসায়ীর হস্তক্ষেপে পরে বিষয়টি সালিসে নিষ্পত্তি হয়। এতে ওই দাঁতের জন্য চিকিৎসকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিরিশ চন্দ্র সরকার বলেন, ‘অতিরিক্ত একটি দাঁত তোলার অজুহাত তুলে আমাকে প্রথমে এক লাখ টাকা দিতে চাপ দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সমঝোতায় ৪০ হাজার টাকা দিয়ে রক্ষা পাই।

’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি খোঁজ নেব। ’ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।