আমাদের কথা খুঁজে নিন

   

না বুঝে মন্তব্য

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

ব্লগে আগে বেশ লিখা হত,যখন একটু ছোট ছিলাম, তবে এখন তেমন লিখাই না....তার একটা কারণ এখানে অনেক ধরনের মানুষ আসেন,যারা না বুঝে একটি মন্তব্য করে বসেন..... আজব লাগে তাদের বুদ্ধির লেভেল দেখে....একটি ছেলের ব্যাগ এ শাড়ি থাকলে কি বুঝাই সে শাড়ি পরে? আমার আসল জরিপ করার কারণ, আমাদের দেশে পোশাকের রুচি বদলানোর পিছনে হিন্দি সিরিলারের প্রভাব কতটুকু?? সেখানে আমি নিজে দেশীয় পোশাক নিয়ে কাজ করি এবং দেশীয় পোশাক পরিধানের পক্ষে........ সুতরাং প্লিজ, যদি না বুঝেন বুঝাই দিবো, হয়তো আমি ঠিকমতো বুঝাইতে পারি নি আথবা আপনারা বুঝেন না, কিন্তু না বুঝে মন্তব্য করে নিজেকে ছোট করবেন না.... @দুখী মানব ,পরবাসী ভাবনা ,রাজিব খান০০৭ ,স্তব্ধতা' আজ সকালে আমি কিছু Survey ques দিলাম....ছোট করে এই ৭টা প্রশ্নের উত্তর দিলে খুশি হবো বলে.প্রশ্নগুলো নীচে দেওয়া হলো.অনেকে প্রশ্নগুলো দেখে ধরে নিয়েছেন আমি হিন্দি সিরিয়ালের পোক,ইনডিয়ান সিরিয়াল আর পোশাক নিয়ে থাকি..... 1.আপনি কি হিন্দি সিরিয়াল দেখেন? 2. যদি দেখেন, তবে কোন চ্যানেল দেখেন? 3 কত সময় ব্যয় করেন হিন্দি সিরিয়ালের পিছনে? 4. আপনে কেন হিন্দি সিরিয়াল দেখেন? 5. হিন্দি সিরিয়াল দেখে আপনে সেখান থেকে কপি করে কিছু কি কখনো কিনেছেন? হলে ,তা কি কি? 6. আপনে কি হিন্দি সিরিয়ালে ব্যবহৃত পোশাক, গহনা ইত্যাদি পছন্দ করেন? 7. কোন শপিং সেন্টির আপনি বেশী যান? সাথে আপনার বয়স ও জেন্ডার দিলে খুশি হব.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।