আমাদের কথা খুঁজে নিন

   

Tim Burton এর SUPERMAN LIVES - মুভিটি যে কারনে বের হয়নি

হে বিধাতা আমায় শক্তি দাও.........

ইস ! সব সুপার হিরোদেরকে যদি একসাথে একই মুভিতে দেখা যেতো । সুপারহিরোদের নিয়ে কাল্পনিক অথচ চমকপ্রদ, আকর্ষনীয় মুভি বানানোই শুধু নয় বরং তা হিট বানিয়ে পয়সা কামিয়ে কোটি কোটি ভক্তও তৈরি করেছে হলিউড । সুপারম্যান থেকে শুরু করে ফ্যান্টম,ক্যাপ্টেন আমেরিকা, ব্যাটম্যান,স্পাইডারম্যান ,এক্সম্যান, আয়রনম্যান,হাল্ক --এমন আরো কত যে সুপার হিরোদের হলিউড জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য। এরই মধ্যে অনেক সুপের হিরো মুভির বহু সিকুয়্যাল বের হয়েছে এবং হবে । অনেক সুপেরহিরোকে আবার সময়ুপযোগী করে নতুনভাবে জন্ম দেয়া হয়েছে।

একাধিক সুপার হিরোকে একত্র করেও মুভি বানানোর প্রয়াস হয়েছে। এই সামনে ২০১২ সালেই THE AVENGERS মুভিতে একত্রে দেখা যাবে পরিচিতো ছয় সুপারহিরদের কে । সুপারহিরোদের একত্রীকরনের প্রথম দিকের প্রয়াস ও চিন্তাটা এসেছিলো ১৯৮০ পরবর্তী এর দিকে পরিচালক টিম বার্টন এর মাথায় । তৎকালীন সুপারম্যান সিরিজের দুটো মুভি পার হবার পর , Tim Burton তার SUPERMAN LIVES ছবির মাধ্যমে সুপারহিরো জগতে নতুন ধারা আনতে চেয়েছিলেন । তবে অতি দুঃখের ব্যাপার হল বাজে স্ক্রিপ্ট আর জঘন্য কস্টিউম প্ল্যান এর কারনে ছবিটি চালুই হতে পারেনি।

Nikolas Cage এর এই ছবিতে সুপারম্যান হিসেবে কাজ করার কথা ছিলো । কিন্তু তিনিও পরে না করে দেন। অবশ্য স্ক্রিপ্ট কেমন ছিলো যানিনা তবে কস্টিউম প্ল্যান যে আসলেই বাজে ছিলো তা নিচের ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন । তবে একথা সত্যি-এটা একটা নতুন উদ্যোগ ছিল বটে। ছবিগুলো>


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।