আমাদের কথা খুঁজে নিন

   

এই গণতন্ত্র নিপাত যাক...

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

আমরা কেউ অন্ধ নই,নির্বোধ নই। আমরা যথেষ্ঠ ধূরন্ধর। নারীদের বোরকা আর হিজাব পড়া নিষিদ্ধ হলে কি হবে? আমরা আমাদের বিবেককেই চোখ বেঁধে বোরকা পড়িয়ে দিয়েছি। বুকে হাত রেখে বলতে পারবেন আপনি কোন রাজনৈতিক দল করেন? মেনে নিতে পারবেন আপনার রাজনৈতিক দলের ভন্ডামীগুলো? কেউ ক্ষমতা এসে জনগণের টাকা দিয়ে মামলা আর বিচার পরিচালনা করবে আর আপ্নি-আমি রাজস্ব দিয়ে যাব কেন? রাজনীতিকে আমরা ব্যবহার করছি। নিজেদের মত করে।

যেমন করে আমরা বদনা বা হ্যান্ড-শাওয়ার ব্যবহার করি। আমরা সবাই সরকারি দল করি। সেটা যে দলের সরকার হয় হোক। তবুও আপনি কি মনে করেন আপনার ব্যক্তি-স্বাধীনতা আছে? আপনি ভুলক্রমে কোথাও সরকারের “গঠনমূলক” সমালোচনার করার সাহস রাখেন? কোন দলটি জনগণের মনের কথাগুলো বলে? নির্বাচনের আগে ক’বার শুনেছেন সংবিধান সংশোধনের কথা? আমরা ভাত চাই,পোলাও না। আমরা কাপড় চাই, যাত্রাবালার ঝালর লাগানো পোষাক না।

আমরা একটু নিরাপত্তা চাই, যাতে জুমা’র নামাজের সময় মসজিদে জুতোজুতি না হয়,যাতে পূজোর মন্ডপে মূর্তি ভাঙ্গা না হয়। কিন্তু আমাদের এই চাওয়াগুলোর মুখে ছাই দিয়ে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থের নেশায় মত্ত এই রাজনৈতিক দলগুলোই যদি হয় গণতন্ত্রের কান্ডারী, তাহলে আমাদের বলা উচিত “গণতন্ত্র নিপাত যাক...” এই দলগুলোর কোনটাই আমাদের জন্য নিরাপদ নয়। কারণ এদের জন্য আজ আমরা পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছি। আন্তর্জাতিক রক্তচক্ষুর বলয় থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র পেতে আমাদের উচিত বৃহত্তর ঐক্য গড়ে তোলা। জাতিস্বার্থকে জলাঞ্জলী দিয়ে সরকারী চাকুরীর লোভ, প্রমোশন, ইনক্রিমেন্ট আরো নানাবিধ ব্যক্তিগত স্বার্থ নিয়ে মত্ত থাকলে অচিরেই নিজের চোখে নিজেদের রাজাকার মনে হবে।

কারণ ১৯৭১ এ ব্যক্তিস্বার্থের কাছে জাতিস্বার্থ জলাঞ্জলী দেওয়া মানুষগুলোকে আজ আমরা ঘাড়ের রগ ফুলিয়ে রাজাকার বলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।