আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত-১

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/

একদিন তোমায় নিয়ে চলে যাবো অনেক অনেক দূরে। সেখানে থাকবে সবুজ পাহাড় পাহাড়ের গভীর কোনো অংশে থাকবে একটি নির্জন ঝর্ণা। ঝর্ণা থেকে স্বচ্ছ কাঁচের মত টলটরে জল ঝরতে থাকবে আনবরত। সবুজ গালিচার মত একটুকরো ঘাসে ছাওয়া সমতল মাঠ, পার হয়ে পৌছতে হবে এই পাহাড়ের সামনে।

নগ্ন পায়ে মৃদু আদর করবে সবুজ গালিচার কোমল নরম ঘাস। সবুজ গালিচার মাঠে উঠে এলেই শুনতে পাওয়া যাবে শান্তু নির্জন ঝর্ণার ঝরে পরার মৃদু আওয়াজ। পায়ে পায়ে হেঁটে যাব সেই সবুজ গালিচা পেরিয়ে, ঝর্ণাধারার সামনে। টলটলে স্বচ্ছ জলে পা ডুবিয়ে বসবো দুজনে, একটি পাথরের উপরে। , ছোট্ট রঙীন মাছেদের ঝাক সাঁতার কাটবে আমাদের সামনে র্নিভয়ে স্বাচ্ছন্দে।

ছোট্ট পাখিদের দল উড়ে এসে বসবে আমাদের পাশে, শোনাবে তাদের আজীবনের মধুর সেই গান। হেঁটে বেড়াবে আমাদের আশে পাশে-খুঁটে খুঁটে খাবে ছড়িয়ে থাকা শষ্যদানা। আমরা দুজ দুজনার হাত ধরে বসে থাকবো চুপচাপ, উপভোগ করবো প্রকৃতিরস্নিগ্ধ রূপরাশি আর স্বপ্ন বুনে যাব রঙীন আরো একটি দিনের..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।