আমাদের কথা খুঁজে নিন

   

আমি সখী নষ্ট মানুষ

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

আমি সখী নষ্ট মানুষ, ঘুণে খাওয়া, শতেক পোড়েন মন একশো পশুর লক্ষ আঁচড় বুকে করে ফিরছি সারাক্ষণ তোর কী হবে আমার সাথে হৃদয় জড়ালে? ভালোবাসায় মন পোড়ালে? ভাবিস সখী, তুই তো সুখী, সুখবিলাসী তোর পরানে তিরিশটা জলরঙের হাসি ধুনচিবনের কঞ্চিতে কি আঁশ মেটে মন? আমার অন্ধকারের বন্ধ ঘরে করবি কী তখন? আলো হয়ে আসলি না হয়, কিন্তু পরে যদি মলিন হয়ে নিভু নিভু, ভয় তরাসে পুড়বি নিরবধি নিভে গেলে শীতল হবি, সেই শীতলও এমনতর হৃদয় জমে জমাট বাধা স্তব্ধ পাষাণ-মূর্ত জড় তার চেয়ে তোর এই তো ভালো, আছিস তো বেশ রূপকথাময় প্রেম-বাধঁনে হেটে চলা না হলো শেষ কীই বা ক্ষতি শেষ না হলে-মনের তো মিল হয়েইছিল এখন না হয় স্বপ্নালু চাঁদ একাকীত্বের সু্যোগ নিলো শেষটা ভেবে আমরা তো এই ভালোবাসায় জড়াই নি আর আয় না সখী, আয় না এবার চল থেমে যাই একলা আবার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।