আমাদের কথা খুঁজে নিন

   

খুব ভাল লাগছে

আমার ব্যক্তিগত ব্লগ

সামহোয়্যার আউট যখন ফোনে বলল, টিকেট কাটা হয়ে গেছে, হঠাৎ কিযে ভাল লাগল। এমনিতে সব বিষয়ে কম ভেজাল হয়নি। অনলাইনে প্রথমবার নামের বানান ভুল হওয়া্য় পুনরায় এ্যাপলাই করেছি। ফলাফল বহুদিন পর ভিসা ইন্টারভিউয়ের ডেট, ছেলের সকাল ৮টায়, আমার ১০টায় আর সামহোয়্যার আউটের ১১টায়। তবে সুখের কথা হলো, একজন তার বাকি পরিবারের ভিসা ফরম জমা দিতে পারে।

তাই শাফিনের (আমার ১ বছর ১০ মাস বয়সী ছেলে) হাতেই সব দিলাম (ও আমার কোলেই ছিল)। তারপর প্লেইন ফেয়ার প্রতিদিন বৃদ্ধিপাচ্ছিল। তাই কিংফিসারে যাবার চিন্তা বাতিল করেদিয়েছি। এখন নাকি আবার দাম কমা শুরু হয়েছে। সুটকেসে চেইন নষ্ট হয়েগিয়েছিল।

সামহোয়্যার আউট সব আবার ঠিক করে এনেছে। ঘরের নানা ঝামেলা তো আছেই এতো কিছুর পরও সব যখন ফাইনাল হয়েছে, কি যে ভাল লাগছে। শেষ পর্যন্ত যাচ্ছি তাহলে। আশা করি সামহোয়্যার আউট আর শাফিন দুজনেরই খুব ভাল সময় কাটবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।